বিসিবি পরিচালকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগে তদন্ত শুরু
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০১:০৫
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালক মোহাম্মদ মোখলেছুর রহমানের বিরুদ্ধে তদন্ত শুরু করতে যাচ্ছে বিসিবির ইন্টেগ্রিটি ইউনিট।
শুক্রবার ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একজন কর্মকর্তা।
অভিযোগ উঠেছে, চলতি বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিলেন মোখলেছুর রহমান। ফ্রিল্যান্স সাংবাদিক রিয়াসাত আজিম তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশিত একাধিক ফোনালাপে এ অভিযোগ সামনে আনেন।
প্রকাশিত কথোপকথনে নোয়াখালী এক্সপ্রেসের চেয়ারম্যান তৌহিদুল হক তৌহিদের সঙ্গে মোখলেছুর রহমানের আলোচনা উঠে আসে, যেখানে ম্যাচের সম্ভাব্য ফলাফল নিয়ে নির্দেশনার অভিযোগ করা হয়। বিষয়টি ম্যাচের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘ইন্টেগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট পরিচালক বিসিবির অডিট কমিটি থেকে পদত্যাগ করেছেন।’
গত বছরের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা থেকে পরিচালক নির্বাচিত হন মোখলেছুর রহমান।
অভিযোগ প্রসঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা করে মোখলেছুর রহমান বলেন, ‘সুষ্ঠু তদন্তের স্বার্থে আমি অডিট কমিটিসহ অন্যান্য দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছি। তবে পরিচালক পদে বহাল থাকছি। আমি চাই নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হোক।’
তদন্তে অ্যালেক্স মার্শালের নেতৃত্বে সংশ্লিষ্ট ফোনালাপের অডিও রেকর্ড, সম্ভাব্য আর্থিক লেনদেন এবং বিসিবি ও আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালার কোনো লঙ্ঘন হয়েছে কি না-তা খতিয়ে দেখা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

