Logo

খেলা

বিপিএল

এবারের আসরে কে কোন পুরস্কার জিতলেন, পেলেন কত টাকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১৩:০৯

এবারের আসরে কে কোন পুরস্কার জিতলেন, পেলেন কত টাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবার অংশ নিয়েই শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবার অংশ নিয়েই শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া রাজশাহী প্রাইজমানি হিসেবে পেয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা। রানার্সআপ চট্টগ্রাম রয়্যালসের প্রাপ্তি ১ কোটি ৭৫ লাখ টাকা।

লিগ পর্বে শীর্ষ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছিল রাজশাহী। প্রথম কোয়ালিফায়ারে হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে জয় তুলে নিয়ে ফাইনালে ওঠে দলটি। শিরোপা নির্ধারণী ম্যাচে দাপুটে পারফরম্যান্সে ট্রফি নিশ্চিত করে তারা।

ফাইনালে রাজশাহীর জয়ের নায়ক ছিলেন ওপেনার তানজিদ হাসান। আগের ১২ ম্যাচে একটি মাত্র ফিফটির পর ফাইনালেই খেলেন দুর্দান্ত সেঞ্চুরির ইনিংস। এতে ম্যাচসেরা হন তিনি এবং পুরস্কার হিসেবে পান ৫ লাখ টাকা। বিপিএল ফাইনালে এটি তার প্রথম সেঞ্চুরি।

এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন সিলেট টাইটানসের পারভেজ হোসেন। ১২ ম্যাচে তিন ফিফটিতে ৩৯৫ রান করেন তিনি। ১৩২.৯৯ স্ট্রাইক রেটে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ায় পারভেজ পেয়েছেন ৫ লাখ টাকা।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শরীফুল ইসলাম। ১২ ম্যাচে ২৬ উইকেট নিয়ে তিনি ভেঙেছেন তাসকিন আহমেদের আগের রেকর্ড। ওভারপ্রতি ৫.৮৪ গড়ে রান দিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ায় তিনি পেয়েছেন ৫ লাখ টাকা। পাশাপাশি টুর্নামেন্টসেরা হওয়ায় আরও ১০ লাখ টাকা যোগ হয়েছে তার প্রাপ্তিতে। বিপিএলের ইতিহাসে এ প্রথম কোনো পেসার সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন।

ইমার্জিং খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রাজশাহীর রিপন মণ্ডল। ৮ ম্যাচে ১৭ উইকেট নেওয়ার পাশাপাশি একটি হ্যাটট্রিক ও একটি সুপার ওভারে ম্যাচ জয়ের কৃতিত্ব আছে তার নামের পাশে। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ৩ লাখ টাকা।

সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েছেন রংপুর রাইডার্সের লিটন দাস। ১১ ম্যাচে ১০টি ক্যাচ ধরে তিনি এ স্বীকৃতি অর্জন করেন। তিনি পুরস্কার হিসেবে পান ৩ লাখ টাকা।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাংলাদেশ ক্রিকেট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর