Logo

খেলা

সাকিব আল হাসান জাতীয় দলে ফিরবেন, হোম-অ্যান্ড-অ্যাওয়ে সিরিজেও নির্বাচিত থাকবেন : বিসিবি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০০:২২

সাকিব আল হাসান জাতীয় দলে ফিরবেন, হোম-অ্যান্ড-অ্যাওয়ে সিরিজেও নির্বাচিত থাকবেন : বিসিবি

সাকিব আল হাসান/ ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী সিরিজের জন্য নির্বাচিত হবেন সাকিব আল হাসান। আজ শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, “এখন থেকে হোম ও অ্যাওয়ে সব সিরিজের জন্য সাকিব আল হাসানকে নির্বাচিত করা হবে। তবে এজন্য তাকে ফিট থাকতে হবে।”

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললেও বাংলাদেশের সামনে আগামী মার্চে পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই সিরিজ দিয়েই সাকিব আল হাসান জাতীয় দলে ফিরবেন। পাশাপাশি, তার বিরুদ্ধে থাকা সব মামলা মোকাবিলা করবে বিসিবি।

সাকিব দেশের হয়ে সর্বশেষ ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন কানপুরে। রাজনৈতিক পটপরিবর্তনের পর তার দেশে ফেরার বিষয়ে জনরোষ তৈরি হওয়ায় বিসিবি বিক্ষোভের আশঙ্কায় তাকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্টে খেলতে দিতে পারেনি।

দুবাই থেকে দেশে ফিরে তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দেশে ফেরার পর চেনা দর্শকদের সামনে বিদায় নিতে চান। এবার বিসিবি সবুজ সংকেত দিয়েছে সাকিবকে ফিরিয়ে আনার জন্য।

সাকিবকে কেন্দ্রীয় চুক্তিতেও আনা হবে বলে বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে। বিশেষ করে যেসব ভেন্যুতে খেলার মতো ফিট থাকবেন, সেখানে নির্বাচকরা তাকে দলভুক্ত করবেন। দেশ বা দেশের বাইরে যে কোনো ভেন্যুতে আগামী সিরিজ থেকেই সাকিবকে দলে ডাকতে পারবেন নির্বাচকরা।

মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, “সর্বসম্মতিক্রমে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, সাকিব আল হাসানকে তার অ্যাভেইবিলিটি ও ফিটনেস স্বাপেক্ষে সিলেকশনের ক্ষেত্রে বিবেচনা করা হবে।”

পুরোপুরি ফিট থাকলে বাংলাদেশের পরবর্তী হোম ও অ্যাওয়ে সিরিজে তিনি দলে খেলবেন। একই সঙ্গে তার আইনি বিষয়গুলোও বিসিবি সভাপতি সরকারের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর