রোহিত শার্মা
ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পাচ্ছেন দেশটির পুরুষ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রোহিত শার্মা ও নারী দলের বর্তমান অধিনায়ক হারমানপ্রিত কৌর।
ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বছর পদ্ম পুরস্কারের জন্য মনোনীতদের নাম প্রকাশ করেছে। তালিকায় ক্রিকেটার, রাজনীতিবিদ ও বলিউড অভিনেতাসহ বিভিন্ন পেশার ব্যক্তিরা রয়েছেন।
পদ্ম পুরস্কার তিনটি বিভাগে দেওয়া হয়—পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী।
শিল্পকলা, সমাজসেবা, বিজ্ঞান ও প্রকৌশল, বাণিজ্য ও শিল্প, জনসেবা, চিকিৎসা, সাহিত্য ও শিক্ষা, ক্রীড়া এবং নাগরিক পরিষেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এসব পদক দেওয়া হয়।
ভারতের সাবেক টেনিস খেলোয়াড় ভিজয় আমৃতরাজ এবার পদ্মভূষণ পুরস্কার পাচ্ছেন।
রোহিত শর্মার নেতৃত্বে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হারলেও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতে ভারত।
টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়ে এখন জাতীয় দলের হয়ে শুধু ওয়ানডে খেলছেন ৩৮ বছর বয়সী এই ব্যাটসম্যান।
হারমানপ্রিত কৌরের নেতৃত্বে সম্প্রতি প্রথমবারের মতো উইমেনস ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ভারত।
এর আগে সুনিল গাভাস্কার ও কাপিল দেব থেকে শুরু করে সাচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও মাহেন্দ্র সিং ধোনিসহ আরও বেশ কয়েকজন ক্রিকেটার পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন।
ভারতের প্রজাতন্ত্র দিবস সামনে রেখে প্রতি বছর পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। সাধারণত মার্চ বা এপ্রিলে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠান করে পুরস্কারগুলো তুলে দেওয়া হয়।
এএস/

