Logo

খেলা

আমিনুল হকের বোমা ফাটানো অভিযোগ

বিশ্বকাপ থেকে ছিটকে পড়া বিসিবির ‘নির্বুদ্ধিতা’ নাকি গভীর ষড়যন্ত্র?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১১:০২

বিশ্বকাপ থেকে ছিটকে পড়া বিসিবির ‘নির্বুদ্ধিতা’ নাকি গভীর ষড়যন্ত্র?

গ্রাফিক্স: বাংলাদেশের খবর

বিশ্বাস করা কঠিন, তবুও এটাই সত্যি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে থাকছে না লাল-সবুজের পতাকা। শেষ মুহূর্তে আইসিসি এক নাটকীয় সিদ্ধান্তে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। কিন্তু কেন এমন হলো? পর্দার আড়ালে আসলে কী ঘটেছিল? ক্রিকেট পাড়ায় যখন পিনপতন নীরবতা, ঠিক তখনই বিস্ফোরক মন্তব্য নিয়ে সামনে এলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। তিনি সরাসরি আঙুল তুললেন বিসিবির দিকে।

ঘটনার শুরুটা কোথায়? 

আমিনুল হকের মতে, এই বিপর্যয়ের বীজ বোনা হয়েছিল অনেক আগেই। আইপিএলে মোস্তাফিজুর রহমানকে কলকাতা থেকে বাদ দেওয়ার ঘটনাটি ছিল অশনি সংকেত। অভিযোগ উঠেছে, ধর্মকে ব্যবহার করে মোস্তাফিজকে রিলিজ দেওয়া হয়েছিল। আমিনুল মনে করেন, বিসিবি যদি তখনই আইপিএল কর্তৃপক্ষ ও ভারতীয় বোর্ডের সঙ্গে শক্ত ভাবে আলোচনা করত, কূটনৈতিকভাবে বিষয়টি সামাল দিত তবে আজকের এই দিন দেখতে হতো না।

কিন্তু বিসিবি কী করেছে? 

আমিনুল হকের ভাষায়, ক্রিকেট বোর্ড পরিচয় দিয়েছে চরম ‘নির্বুদ্ধিতার’। তিনি প্রশ্ন তুলেছেন, এই হঠকারী সিদ্ধান্তের পেছনে কি শুধুই ভুল, নাকি কারও কোনো ‘দুরভিসন্ধি’ আছে? তিনি হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, যদি এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র থাকে, তবে তদন্ত করে এর মুখোশ উন্মোচন করা হবে। জনগণের আদালতে বিচার হবে।

নাটকীয়তা এখানেই শেষ নয়। দেশের ক্রিকেটের অন্দরমহলেও চলছে অস্থিরতা। একদিকে ক্রিকেটারদের খেলা বয়কটের হুমকি, অন্যদিকে বোর্ড পরিচালকদের বেফাঁস মন্তব্য। আমিনুল হক এই পরিস্থিতিকে ‘হাস্যকর’ ও ‘অপেশাদার’ বলে উক্তি করেছেন। তার মতে, ব্যক্তিগত ইগো বা ক্ষোভের কারণে জাতীয় খেলা বন্ধ করে দেওয়া বা দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা কোনোটাই সমীচীন নয়।

তবে কি নিরাপত্তার কারণেই সব শেষ? 

আমিনুল স্বীকার করেছেন, সবার আগে দেশ, সবার আগে খেলোয়াড়দের নিরাপত্তা। কিন্তু তার কণ্ঠে ছিল আক্ষেপের সুর। তিনি মনে করেন, আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিবির ‘কমিউনিকেশন গ্যাপ’ বা যোগাযোগের বিশাল ঘাটতি ছিল। সঠিক সময়ে সঠিক আলোচনা করতে পারলে হয়তো নিরাপত্তা নিশ্চিত করেও বাঘের গর্জন বিশ্বমঞ্চে শোনা যেত।

বাংলাদেশ দীর্ঘ দিন ধরে বিশ্ব ক্রিকেটে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অথচ আজ সেই দলটি শুধু দর্শকের ভুমিকা পালন করবে। দেশবাসী চেয়েছিল বিশ্বকাপে নিজেদের অস্তিত্ব জানান দিতে কিন্তু আইসিসির সিধান্ত শেষ পেরেক ঠুকে দিল সেই আশার কফিনে।

ডিআর/এমএন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর