Logo

খেলা

সাফ ফুটবল জেতায় বাংলাদেশ নারী দলকে তারেক রহমানের অভিনন্দন

Icon

বাসস

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১৭:০৯

সাফ ফুটবল জেতায় বাংলাদেশ নারী দলকে তারেক রহমানের অভিনন্দন

সাফ নারী ফুটবলে বাংলাদেশ নারী দলের সাফল্যে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। রোববার ফেইসবুক পোস্টে সাফজয়ী নারী দলকে অভিনন্দন জানান তারেক রহমান।

এই অভিনন্দন বার্তায় বিএনপি চেয়ারম্যান লেখেন, প্রচারণার ভিড়ে বাংলাদেশের জন্য একটি উৎসাহব্যঞ্জক খবর পেলাম। দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) নারী ফুটসালের উদ্বোধনী আসরে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন।

তিনি লেখেন, ‘সীমিত সম্পদেও দারুণ ক্রীড়ানৈপুণ্য ও প্রতিভার যে নজির দেখিয়েছে তাতে আমাদের দেশের সম্ভাবনার চিত্র ফুটে উঠেছে। আমাদের ভবিষ্যৎ লক্ষ্য হওয়া উচিত নারী ফুটবল দলকে আরও যোগ্য করে গড়ে তোলা ও ক্ষমতায়িত করা, যেন তারা বাংলাদেশের সম্ভাবনা ও গর্বকে বৈশ্বিক অঙ্গনে তুলে ধরতে পারে।’

এবারই প্রথমবারের মতো আয়োজিত হয়েছিল সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ। ব্যাংককে ২৫ জানুয়ারি টুর্নামেন্টের শেষ দিনে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

টিভিতে আজকের খেলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর