Logo

খেলা

বিশ্বকাপে খেলবে কি পাকিস্তান? চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সপ্তাহে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ২১:০৮

বিশ্বকাপে খেলবে কি পাকিস্তান?  চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সপ্তাহে

বাংলাদেশকে বাদ দেওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নতুন করে সংকটে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবার আলোচনার কেন্দ্রে পাকিস্তান। একবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি আদৌ টুর্নামেন্টে অংশ নেবে কি না— এই প্রশ্নেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বিশ্বকাপে অংশগ্রহণ নাকি বর্জন— এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। বৈঠক শেষে তিনি জানিয়েছেন, আগামী সোমবারের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত অবস্থান জানাবে পিসিবি।

ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এর আগেই বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দিয়েছিলেন নাকভি। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সরকারের দিকনির্দেশনার অপেক্ষায় ছিলেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নাকভি লেখেন, শাহবাজ শরিফের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং তাকে আইসিসি-সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি জানানো হয়েছে। প্রধানমন্ত্রী সব বিকল্প বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী আগামী শুক্রবার অথবা পরবর্তী সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

এদিকে অনিশ্চয়তার মধ্যেই গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পিসিবি। দল ঘোষণার পর বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকও করেন নাকভি। পাকিস্তানের কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৈঠকে সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি ও বাবর আজমসহ শীর্ষ ক্রিকেটাররা বোর্ড ও সরকারের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন। 

সব মিলিয়ে আইসিসি ও বিশ্ব ক্রিকেট এখন পাকিস্তানের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে। বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটবে কি না, তা জানা যাবে খুব শিগগিরই।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

টিভিতে আজকের খেলা পাকিস্তান ক্রিকেট দল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর