Logo

খেলা

বিশ্বকাপ বাছাইয়ে টানা ৬ জয় বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১৩:১৪

বিশ্বকাপ বাছাইয়ে টানা ৬ জয় বাংলাদেশের

বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ছন্দে থাকা বাংলাদেশ নারী দল জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে। ছবি : সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ছন্দে থাকা বাংলাদেশ নারী দল জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে। নেপালের কীর্তিপুরে স্কটল্যান্ডকে ৯০ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা ছয় ম্যাচ জিতেছে নিগার সুলতানা জ্যোতির দল।

শুক্রবার (৩০ জানুয়ারি) টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে দলটি তোলে ১৯১ রানের বড় সংগ্রহ। 

ওপেনিংয়ে দিলারা আক্তার ২৮ বলে ৩৯ রান করেন। অন্য ওপেনার জোয়াইরিয়া ফেরদৌস খেলেন বল সমান ২২ রানের ইনিংস। তিন নম্বরে নামা শারমিন আক্তার ১০ বলে ১৫ রান করে রানআউট হন।

পরে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারির ১০০ রানের জুটিতে বড় স্কোরের ভিত গড়ে ওঠে। ঝোড়ো ব্যাটিং করেও অল্পের জন্য ফিফটি মিস করেন সোবহানা মোস্তারি। তিনি ২৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৪৭ রান করে আউট হন। অন্যদিকে নিগার খেলেন ৩৫ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংস। যেখানে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা।

১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কখনোই ম্যাচে ফিরতে পারেনি স্কটল্যান্ড। বাংলাদেশের বোলারদের চাপে ৩৫ রানেই ৫ উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত পিপা স্প্রাউলের ২৩ বলে অপরাজিত ২৭ রানের ইনিংসে স্কটল্যান্ড ৯ উইকেটে ১০১ রান পর্যন্ত পৌঁছায়।

বাংলাদেশের হয়ে মারুফা আক্তার ২৫ রানে ৩টি উইকেট নেন। স্বর্ণা আক্তার শিকার করেন ১৩ রানে ২টি উইকেট। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই দাপট দেখিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শক্ত অবস্থান আরও মজবুত করল বাংলাদেশ নারী দল।

এর আগেই টানা পাঁচ ম্যাচ জিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ক্রিকেট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর