Logo

খেলা

ক্রিকেটারদের জন্য বিসিবির আড়াই কোটি টাকার নতুন টুর্নামেন্ট

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ২২:২২

ক্রিকেটারদের জন্য বিসিবির আড়াই কোটি টাকার নতুন টুর্নামেন্ট

ছবি: সংগৃহীত

নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে দল না পাঠানোয় বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের। আইসিসির মেগা এই ইভেন্ট থেকে ছিটকে পড়ায় জাতীয় দলের তারকা ক্রিকেটারদের একটি অলস সময় পার করতে হতো। তবে ক্রিকেটারদের মাঠের বাইরে বসিয়ে রাখতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপ না খেলতে পারার আক্ষেপ ঘোচাতে এবং খেলোয়াড়দের প্রতিযোগিতার মধ্যে রাখতে বিসিবি আয়োজন করতে যাচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’।

চার দিনের এই টুর্নামেন্টে জাতীয় দল ও জাতীয় দলের আশপাশের ক্রিকেটারদের নিয়ে গঠিত তিনটি দল অংশ নেবে। টুর্নামেন্টের জন্য ম্যাচ ফি ও প্রাইজমানি বাবদ মোট ২ কোটি ৫০ লাখ টাকার বাজেট বরাদ্দ রেখেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

চার দিনের এই প্রতিযোগিতায় অংশ নেবে তিনটি দল—ধুমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ। ধুমকেতু একাদশের নেতৃত্ব দেবেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব দেবেন দুর্বার একাদশকে। আর যুব বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলীর নেতৃত্বে খেলবে দুরন্ত একাদশ।

টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর কোচিং প্যানেলও চূড়ান্ত করেছে বিসিবি। ধুমকেতু একাদশের প্রধান কোচের দায়িত্বে থাকছেন মোহাম্মদ সালাহউদ্দিন, যিনি বর্তমানে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর সহকারী হিসেবে কাজ করবেন জাতীয় দলের কোচিং প্যানেলের সদস্য ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

নাজমুল হোসেন শান্তর দুর্বার একাদশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ মিজানুর রহমান বাবুল। বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের দায়িত্বে থাকা বাবুলের সহকারী কোচ হিসেবে থাকছেন ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি তুষার ইমরান।

অন্যদিকে, দুরন্ত একাদশের প্রধান কোচের দায়িত্বে থাকছেন হান্নান সরকার। এই দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন রাজিন সালেহ।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর