Logo

ক্রিকেট

সন্তানদের সাধারণভাবে মানুষ করতে লন্ডনে বসবাসের সিদ্ধান্ত বিরুস্কার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৮:২৮

সন্তানদের সাধারণভাবে মানুষ করতে লন্ডনে বসবাসের সিদ্ধান্ত বিরুস্কার

প্রথম সন্তান জন্মের পর থেকেই কার্যত ভারত থেকে দূরে রয়েছেন আনুস্কা শর্মা ও বিরাট কোহলি। বহুদিন হয়ে গেল অভিনয় থেকেও বিরত আছেন আনুস্কা। কেন এমন সিদ্ধান্ত? অবশেষে তা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্বামী চিকিৎসক শ্রীরাম নেনে।

এক পডকাস্টে নেনে জানান, আনুস্কা তাকে বলেছেন, ভারতে সাফল্য উদযাপন করা কঠিন হয়ে দাঁড়ায়। যেখানেই যান, সেলফি এবং পাপারাৎজির ভিড় লেগেই থাকে। ব্যক্তিগত জীবন উপভোগ করা প্রায়ই অসম্ভব।

শ্রীরাম আরও বলেন, বিরাট-আনুস্কা চান তাদের দুই সন্তান ভামিকা ও অকায় সাধারণ পরিবেশে বড় হোক। তাই গ্ল্যামার দুনিয়া থেকে দূরে রেখে সন্তানদের স্বাভাবিক জীবন দিতে লন্ডনে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

জন্মের পর থেকেই সন্তানদের মিডিয়ার চোখ থেকে আড়ালে রাখার চেষ্টা করেছেন এই তারকা দম্পতি। ভামিকার ছবি ফাঁস হলেও অকায়ের ক্ষেত্রে তারা আরও বেশি সতর্ক। বর্তমানে লন্ডনেই গড়ে তুলেছেন নতুন ঠিকানা, সেখানেই বড় হবে বিরুস্কার দুই সন্তান।

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর