Logo

ক্রিকেট

আগামীকাল বিসিবির নির্বাচনে আইনি বাধা নেই

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৮:৪৪

আগামীকাল বিসিবির নির্বাচনে আইনি বাধা নেই

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগামীকালের নির্বাচন অনুষ্ঠানে কোনো আইনি বাধা নেই।

রোববার (৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত স্পষ্ট করেছেন, নির্বাচনে স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না, নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে।

বিসিবি নির্বাচনে কাউন্সিলর মনোনয়ন নিয়ে বোর্ড সভাপতি আমিনুল ইসলামের ১৮ সেপ্টেম্বরের চিঠির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা বহাল রেখেছেন আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালত।

বিসিবির আইনজীবী মাহিন এম রহমান সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ চলমান থাকবে বলে আদেশ দিয়েছেন চেম্বার আদালত। তবে আগামীকাল বিসিবির নির্বাচনে কোনো আইনগত প্রতিবন্ধকতা নেই।’

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হক। তাদের সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ। অন্যদিকে রিট আবেদনকারীদের পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার কায়সার কামাল এবং আইনজীবী মো. শফিকুল ইসলাম।

উল্লেখ্য, বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচিত ২৫ জন পরিচালক থেকে বোর্ড সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হয়ে থাকেন। সাধারণ পরিষদের সদস্যরা (কাউন্সিলর) পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এ বছর মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ প্রথমে ছিল ১৭ সেপ্টেম্বর, পরে সময় বাড়িয়ে ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত করা হয়।

কাউন্সিলর মনোনয়ন প্রসঙ্গে ১৮ সেপ্টেম্বর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম একটি চিঠি পাঠান, যেখানে বলা হয় জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যদের মধ্য থেকে নাম প্রেরণের বাধ্যবাধকতা মানা হয়নি। এ নিয়ে রিট দায়ের হলে হাইকোর্ট চিঠির কার্যকারিতা স্থগিত করে।

তবে আপিল বিভাগের চেম্বার আদালত আজকের আদেশে জানিয়েছেন, হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকলেও বিসিবির নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই।

ফলে আগামীকাল সোমবার (৬ অক্টোবর) নির্ধারিত সময়ে বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর