Logo

ক্রিকেট

সন্ধ্যায় উইন্ডিজদের বিপক্ষে ১ম টি-টোয়েন্টিতে মাঠে নামছে টাইগাররা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৯:৫৩

সন্ধ্যায় উইন্ডিজদের বিপক্ষে ১ম টি-টোয়েন্টিতে মাঠে নামছে টাইগাররা

আফগানিস্তানকে ৩-০ ব‌্যবধানে হোয়াইটওয়াশ করার আনন্দ, আর ওয়েস্ট ইন্ডিজের নেপালের কাছে ২-১ ব‌্যবধানে সিরিজ হারের তিক্ততা। সাগরপাড়ের স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজের আগে নিজেদের আগের সিরিজ নিয়েই যত আলোচনা। 

বাংলাদেশ পূর্ণ শক্তির দল নিয়েই আফগানিস্তানকে শারজাহতে হারিয়েছে। একই মাঠে নেপালের কাছে ওয়েস্ট ইন্ডিজ হেরেছে খর্ব শক্তির দল নিয়েই। এই সিরিজে ড‌্যারেন স‌্যামি অবশ‌্য নিজেদের পুরো শক্তি নিয়ে বাংলাদেশের আতিথেয়তা নিতে এসেছে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে উপমহাদেশে নিজেদের শেষ সফরে প্রস্তুতি কিছুটা হলেও এগিয়ে রাখতে চায় তারা। আর বাংলাদেশের আত্মবিশ্বাস ফরম‌্যাটটা টি-টোয়েন্টি বলেই। টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে ভালো করায় নিজেদের আত্মবিশ্বাস তুঙ্গে। সেই আত্মবিশ্বাস নিয়েই আজ সন্ধ‌্যায় চট্টগ্রামে মাঠে নামছে বাংলাদেশ। খেলা শুরু সন্ধ‌্যা ছয়টায়। 

দলের সবচয়ে বড় প্রাপ্তি অধিনায়ক লিটনের ফিরে আসা। এশিয়া কাপে ভারতের ম‌্যাচের আগে অনুশীলনে পাঁজরে চোট পাওয়ার পর পাঁচ টি-টোয়েন্টি ও ছয় ওয়ানডে মিস করেন তিনি। পুনর্বাসন শেষে মাঠে ফেরা লিটনকে বেশ চনমনেই লাগছে। 

দুই দল এখন পর্যন্ত ১৯ টি-টোয়েন্টি খেলেছে। বাংলাদেশের জয় ৮টিতে। ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৯টি। বাংলাদেশকে বড় আশা দেখাচ্ছে গত বছরের কিংস টাউনের পারফরম‌্যান্স। ক‌্যারিবীয়ানদের মাটিতে বাংলাদেশ ৩-০ ব‌্যবধানে জয় পায়। 

লিটনের হাত ধরে আসা ওই সিরিজ জয়ের আনন্দ চট্টগ্রামেও ফিরিয়ে আনতে চাইবে বাংলাদেশ। কাজটা খুব একটা সহজ নয়। আবার কঠিন হওয়ার কথাও নয়। কারণ নিজেদের ডেরায় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে কঠিন সময় দিয়েছে বরাবরই। ওয়ানডে সিরিজ জিতে বাংলাদেশ টি-টোয়েন্টিতে বড় আশা দেখাচ্ছে। এবার মাঠে তা প্রমাণের পালা। সঙ্গে লিটন চ‌্যালেঞ্জের প্রত‌্যাশাও করছেন, ‘সত্যি কথা বলতে, আমি দুইটা সিরিজে চাই, যেন আমাদের খেলোয়াড়রা চ্যালেঞ্জের মুখে পড়ে। সেটা ব্যাটিংয়ে হতে পারে, বোলিংয়ে হতে পারে। আমি মনে করি, এই ছয়টা ম্যাচে আমরা যতটা পিছিয়ে থাকব, ততটাই ভালো। ব্যাকফুটে থাকব, এর অর্থ… চ্যালেঞ্জের কথা বলছি। এই না যে, আমরা ম্যাচে পিছিয়ে থাকব। আমি চাই, বোলাররা যখন বল করবে তখন যেন চাপ থাকে। যে জিনিসগুলো ভবিষ্যৎ মানে সামনে যেহেতু বিশ্বকাপ, সেখানে আমাকে সাহায্য করবে।’

সংস্করণ বদলালে শুধু টেকনিক না, মানসিকতার দিকটাও বদলায়। সেই মানসিকতায় লিটন দলকে উড়াতে চান দারুণভাবেন, ‘সংস্করণ ভেদে ক্রিকেটারের মানসিকতা বলেন বা আগ্রাসন, একটু পরিবর্তন হয়ে যায়। উইকেট ভেদেও হয়, সংস্করণ ভেদেও হয়। তাই আমার মনে হয়, যেহেতু এই সংস্করণটা খেলোয়াড়রা জানে, অনেকদিন ধরে খেলছে এবং বেশিরভাগ খেলোয়াড় সফল হয়েছে। তো তারা জানে যে কোন ঘরানার ক্রিকেট খেললে এখানে সফল হওয়া যাবে।’

বাংলাদেশ জিতে চলেছে, আর ওয়েস্ট ইন্ডিজ হারছে। দুই দলের বিপরীত মুখের ছুটে চলার মধ‌্যে আজ হাসিটা কার মুখে ফুটে সেটাই দেখার। যার মুখেই ফুটুক টি-টোয়েন্টি ক্রিকেটের নিবেদন, আবেদন ছড়িয়ে পরুক সেই চাওয়া সমর্থকদের দিক থেকে আছে। 

আইএইচ/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

টি-টোয়েন্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর