Logo

ক্রিকেট

রাইজিং এশিয়া কাপ

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের সঙ্গী পাকিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১৪:০৩

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের সঙ্গী পাকিস্তান

দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের রুদ্ধশ্বাস দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা 'এ' দলকে ৫ রানে হারালো পাকিস্তান শাহিনস। ফাইনালে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। প্রথম সেমিফাইনালে সুপার ওভারে ভারতকে হারিয়ে উঠেছে আকবর আলীর দল।

শেষ ওভারে শ্রীলঙ্কার দরকার ১৫ রান। উবাইদ শাহর প্রথম দুই বলেই দুটি ওয়াইড একটি বাউন্ডারিসহ এলো ৭ রান। ৪ বলে দরকার মাত্র ৮। তৃতীয় বলে এলবিডব্লিউ সেট ব্যাটার মিলান রথনায়েকে। শেষ বলে শেষ ব্যাটার রানআউট।

প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫৩ রান তুলেছিল পাকিস্তান শাহিনস। ওপেনার মাজ সাদাকাত ১১ বলে ২৩ করলেও একটা সময় ৬২ রানে ৫ উইকেট হারিয়ে বসে পাকিস্তান।

সেখান থেকে গাজী ঘুরি, সাদ মাসুদ আর শেষদিকে আহমেদ দানিয়ালের ব্যাটে চ্যালেঞ্জিং পুঁজি পায় পাকিস্তান। মাসুদ ২৫ বলে ২২, দানিয়েল ৮ বলে ৩ ছক্কায় করেন ২২। ঘুরি ৩৬ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন।

শ্রীলঙ্কার প্রমোদ মাদুশান ৪টি আর ত্রাবিন ম্যাথিউ নেন ৩টি উইকেট।

জবাবে দুই ওপেনার লাসিথ ক্রুসপুলে (৭ বলে ২৭) আর ভিষেন হালামবাগে (২৭ বলে ২৯) রান পেলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে শ্রীলঙ্কা। ৯০ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে তারা।

তবে শেষদিকে মিলান রথনায়েকে একা লড়েই জয়ের সম্ভাবনা তৈরি করেছিলেন। পারেননি। ৩২ বলে ৪০ করে শেষ ওভারে ফিরতে হয় তাকে। শ্রীলঙ্কা থামে ১৪৮ রানে। পাকিস্তানের সাদ মাসুদ আর সুফিয়ান মুকিম নেন ৩টি করে উইকেট।

আগামীকাল একই মাঠে ফাইনালে বাংলাদেশ এ দলের মুখোমুখি হবে পাকিস্তান শাহীন্স।

আইএইচ/ 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর