Logo

ক্রিকেট

সিরিজ নির্ধারণী ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১৪:০০

সিরিজ নির্ধারণী ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং।

হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে আইরিশদের কাছে ৩৯ রানে হারে টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় লিটন দাসের দল।

তাই শেষ টি-টোয়েন্টি দুই দলের জন্যই অলিখিত ফাইনাল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। দলে ফিরেছেন পেসার শরীফুল ইসলাম, শামীম পাটোয়ারি ও রিশাদ হোসেন। তাদের জায়গা দিতে দল থেকে বাদ পড়েছেন নাসুম আহমেদ, নুরুল হাসান ও তানজিম হাসান হাসান। 

একনজরে দুই দলের একাদশ :

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড একাদশ : পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লোরকান টাকার (উইকেটরক্ষক), কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক আদাইর, ক্রেগ ইয়াং, মার্ক হামফ্রিস ও বেন হোয়াইট।

আইএইচ/ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর