বিপিএলে নতুন দল হিসেবে নোয়াখালীর অন্তর্ভুক্তি শুরুতে উন্মাদনা তৈরি করলেও মাঠের পারফরম্যান্সে হতাশ করেছে নোয়াখালী এক্সপ্রেস। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে তারা হেরেছে ৬৫ রানের বড় ব্যবধানে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টপ ও মিডল অর্ডারের ব্যর্থতায় নোয়াখালী অলআউট হয় মাত্র ১০৯ রানে। ফলে দারুণ জয় দিয়ে দ্বাদশ বিপিএল শুরু করল চট্টগ্রাম রয়্যালস।
এর আগে একই মাঠে দিনের প্রথম ম্যাচে ১৯১ রান তাড়া করে সিলেটকে হারিয়েছিল রাজশাহী। সে কারণে নোয়াখালীর সমর্থকদের প্রত্যাশা থাকলেও ব্যাটিং বিপর্যয়ে দ্রুতই ম্যাচ থেকে ছিটকে যায় দলটি।
লক্ষ্য তাড়ায় নেমে ২৩ রানেই উদ্বোধনী জুটি হারায় নোয়াখালী। শরিফুল ইসলামের বলে ৭ বলে ১৫ রান করে ফেরেন হাবিবুর রহমান সোহান। এরপর সাব্বির হোসেন (৫), অধিনায়ক সৈকত আলী (৪) ও জাকের আলী অনিক (৬) দ্রুত ফিরলে ৫৪ রানেই চার উইকেট হারায় দলটি।
হায়দার আলী ও মাজ সাদাকাত কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ২৪ বলে ২৮ রান করা হায়দার এবং ৩৮ রান করা সাদাকাত আউট হলে ম্যাচ কার্যত নোয়াখালীর হাতছাড়া হয়ে যায়। শেষ পর্যন্ত ১০৯ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।
চট্টগ্রামের হয়ে তানভীর ইসলাম নেন সর্বোচ্চ ৩ উইকেট। শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম ও শেখ মাহেদি হাসান নেন দুটি করে উইকেট।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে চট্টগ্রাম রয়্যালস তোলে ১৭৪ রান। ওপেনার মির্জা বাইগ ছিলেন ইনিংসের মূল ভরসা। পাকিস্তানি এই ব্যাটার ৭ চার ও ২ ছক্কায় ৬৯ বলে করেন সর্বোচ্চ ৮০ রান।
দামী খেলোয়াড় নাইম শেখ ব্যর্থ হন (১১)। তবে মাহফিজুল ইসলাম (১৭) ও মাহমুদুল হাসান জয় (১৭) ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলেন। অধিনায়ক শেখ মাহেদি হাসান ১৩ বলে ২৬ রান করে দ্রুতগতির ক্যামিও খেলেন।
নোয়াখালীর হয়ে সাব্বির হোসেন নেন ২ উইকেট। একটি করে উইকেট পান হাসান মাহমুদ, মেহেদি হাসান রানা, জহির খান ও মাজ সাদাকাত।
আইএইচ/

