Logo

ফুটবল

রাত ৮ টায় নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, দেখে নিন একাদশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৯:৪১

রাত ৮ টায় নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, দেখে নিন একাদশ

আজ রাত আটটায় জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-নেপাল প্রীতি ফুটবল ম্যাচ।

ম্যাচের ঘণ্টাখানেক আগে দল ঘোষণা করেছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে এই প্রীতি ম্যাচে সামিত সোমকে একাদশে রাখেননি কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তিনি কানাডা থেকে দীর্ঘ ভ্রমণ করে গত পরশু রাতে ঢাকায় পৌঁছান। খানিকটা বিশ্রামের জন্যই তাকে শুরুর দিকে রাখেননি। ৯ অক্টোবর ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে হংকং ম্যাচের সময়ও একই কাজ করেছিলেন কোচ ক্যাবরেরা। 

গোলরক্ষক হিসেবে মিতুলের ওপরই আস্থা রেখেছেন স্প্যানিশ কোচ। সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে তারিক কাজী ও তপু বর্মণ রয়েছেন। তাদের দুই পাশে আছেন ফুলব্যাক সাদ উদ্দিন ও জায়ান আহমেদ। আমেরিকান প্রবাসী জায়ান ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে বদলি নেমে দারুণ পারফরম্যান্স করেছিলেন। এরপর ১৪ অক্টোবর অ্যাওয়ে ম্যাচে তাকে একাদশে রেখেছিলেন কোচ। আজ প্রীতি ম্যাচেও তার ওপর আস্থা রেখেছেন কোচ।

দলের অন্যতম সিনিয়র ফুটবলার সাদ। সিনিয়র হলেও আন্তর্জাতিক ম্যাচগুলোতে তার ভুলে বাংলাদেশে হারের কিংবা ড্র করার ঘটনা অনেক। এজন্য সাদকে নিয়ে ফুটবলাঙ্গনে সমালোচনা অনেক। এরপরও ক্যাবরেরা অনেক দিন ধরে সাদের ওপরই আস্থা রেখে যাচ্ছেন।

অধিনায়ক জামাল ভূঁইয়া অনেক দিন পর একাদশে ফিরেছেন। মিডফিল্ডে তার সঙ্গে রয়েছেন হামজা চৌধুরী ও দুই সোহেল রানা। শেখ মোরসালিন ইনজুরিতে থাকায় এই ম্যাচে কিউবা মিচেলকে খেলানোর বিষয়টি আলোচনায় ছিল। তবে একাদশে তাকে রাখেননি ক্যাবরেরা।

ফরোয়ার্ড হিসেবে রয়েছেন ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।

বাংলাদেশ একাদশ : মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, সোহেল রানা, মো. সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ফুটবল নেপাল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর