Logo

প্রযুক্তি

স্যামসাংয়ের নতুন ২ স্মার্ট ওয়াশিং মেশিন বাজারে

Icon

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৬:৪৪

স্যামসাংয়ের নতুন ২ স্মার্ট ওয়াশিং মেশিন বাজারে

স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ দেশের বাজারে উন্মোচন করেছে দুটি নতুন স্মার্ট ওয়াশিং মেশিন। নতুন এই মডেল দুটি হলো ৯.৫ কেজি টপ লোড ওয়াশার (মডেল: WA95CG) এবং ৯ কেজি এআই প্রযুক্তি সমৃদ্ধ ফ্রন্ট লোড ওয়াশার (মডেল: WW90DG)। উন্নত প্রযুক্তি ও ইউজার-সেন্ট্রিক ফিচার সমৃদ্ধ এই ওয়াশিং মেশিনগুলো ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে উন্নত পারফরম্যান্স ও বাড়তি স্বাচ্ছন্দ্য।

৯.৫ কেজির টপ লোড ওয়াশারটিতে রয়েছে ইকো বাবল, ডুয়াল স্টর্ম, বাবল স্টর্ম ও স্পিড স্প্রে প্রযুক্তি। এসব প্রযুক্তির মাধ্যমে কাপড় আরও পরিষ্কার হবে, আবার সংরক্ষিত থাকবে কাপড়ের কোমলতাও। মেশিনটিতে রয়েছে সফট ডোর ক্লোজিং সুবিধা, ১০ লেভেল পর্যন্ত ওয়াটার অ্যাডজাস্টমেন্ট, ফাইভ-স্টার এনার্জি রেটিং ও ৭০০ আরপিএম স্পিন স্পিড। এছাড়া, স্মার্ট চেক ফিচার ব্যবহারকারীদের বাড়তি সুবিধা দেবে।

অন্যদিকে, ৯ কেজির ফ্রন্ট লোড ওয়াশারটিতে সংযোজিত হয়েছে এআই ওয়াশ, এআই ইকো বাবল, এআই কন্ট্রোল, স্মার্টথিংস কানেক্টিভিটি ও অটো ডিসপেন্স ফিচার। এই ওয়াশারটি প্রতি সাইকেলে ৫০ লিটার পানি ব্যবহার করে এবং এনার্জি এফিশিয়েন্সি ক্লাস ‘এ’ রেটিংপ্রাপ্ত। মেশিনটির ১,৪০০ আরপিএম স্পিন স্পিড, স্টেক্লিন ড্রয়ার, হাইজিন স্টিম ও বাবল সোক ফিচার কাপড় ধোয়ার অভিজ্ঞতাকে আরও কার্যকর, স্বাস্থ্যকর ও সহজ করে তুলবে। এছাড়া, এর ঝকঝকে ব্ল্যাক কার্ভড ডোর মেশিনটিকে দিয়েছে প্রিমিয়াম ও স্টাইলিশ লুক।

স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “আমাদের বিশ্বাস, নতুন এই দুই ওয়াশিং মেশিন ব্যবহারকারীদের জীবনযাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। আমরা আমাদের গ্রাহকদের জন্য ভবিষ্যতেও উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ।”

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর