Logo

প্রযুক্তি

বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা আজ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০৯:১০

বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা আজ

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান স্টারলিংক আজ ঢাকায় তাদের বাংলাদেশ কার্যক্রমের আনুষ্ঠানিক শুরুর ঘোষণা দিতে যাচ্ছে। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ শুক্রবার (১৮ জুলাই) ঢাকায় আসছে।

প্রতিনিধিদলের নেতৃত্বে থাকছেন স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। তার সঙ্গে রয়েছেন স্পেসএক্স-এর আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক বিষয়ক পরিচালক রিচার্ড গ্রিফিথস।

সফরকালে প্রতিনিধি দলটি সরকারের সংশ্লিষ্ট বিভাগ, টেলিকম ও তথ্যপ্রযুক্তি খাতের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করবে। আলোচনা হবে দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে দুর্গম ও গ্রামীণ এলাকায় স্যাটেলাইট ইন্টারনেট সেবা সম্প্রসারণ সংক্রান্ত বিভিন্ন সম্ভাব্য দিক নিয়ে।

আজ বিকেল ৫টায় রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্টারলিংক-এর পক্ষ থেকে বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার ঘোষণা আসবে বলে জানা গেছে।

এর আগে বিকেলে প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। সন্ধ্যায় তারা ঢাকার হাতিরঝিলে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন।

স্টারলিংকের এ সফর ও আনুষ্ঠানিক ঘোষণা বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার বিস্তার ও নীতিগত প্রস্তুতির বিষয়ে আগ্রহ তৈরি করেছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

স্টারলিংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর