টেকনো নিয়ে এল বিশ্বের সবচেয়ে পাতলা ওয়্যারলেস চার্জিং ফোন ‘স্পার্ক ৪০ প্রো প্লাস’

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ২১:৫৮

টেকনো এমডব্লিউসি ২০২৫-এ অবিশ্বাস্য ৫.৭৫ মিলিমিটার পুরুত্বের স্পার্ক স্লিম প্রদর্শনের পরপরই স্মার্টফোন খাতে আলট্রা-স্লিম ডিজাইনের প্রতি আগ্রহ নতুন মাইলফলক স্পর্শ করেছে। স্লিম ফোন নিয়ে আসার ক্ষেত্রে টেক-জায়ান্টদের প্রবল প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই টেকনো স্পার্ক ৪০ প্রো প্লাস লঞ্চ করা হয়েছে। প্রকৌশলে অনবদ্য এই ডিভাইসটি এখন বাণিজ্যিকভাবে আনা হয়েছে, যেন ক্রেতারা আজ থেকেই এটি কেনার সুযোগ পান।
স্পার্ক ৪০ সিরিজের স্লোগান ‘Slim Ever, Strong Forever’-এর সাথে সামঞ্জস্য রেখে স্পার্ক ৪০ প্রো প্লাস ডিভাইসটি ৬.৪৯ মিলিমিটারের স্লিম ডিজাইনে নিয়ে আসা হয়েছে। আলট্রা-স্লিম ডিজাইনের পাশাপাশি পারফরম্যান্সের ক্ষেত্রেও কোনো ছাড় দেওয়া হয়নি। এই ফোনে বর্তমানের সবচেয়ে শক্তিশালী ফোরজি চিপসেট হিসেবে মিডিয়াটেক হেলিও জি২০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাশাপাশি রয়েছে ২৫৬ জিবি স্টোরেজ ও ১৬ জিবি র্যাম (৮ জিবি + ৮ জিবি এক্সটেনডেড)।
ডিভাইসটির ভিজ্যুয়াল অভিজ্ঞতাও অনবদ্য। এতে রয়েছে ১৪৪ হার্জ রিফ্রেশ রেটের ৬.৭৮ ইঞ্চির ১.৫কে থ্রিডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। শক্তিশালী প্রসেসর ও দুর্দান্ত ডিসপ্লের সমন্বয় মাল্টিটাস্কিং, স্ক্রলিং কিংবা গেমিং—সব ক্ষেত্রেই এই সেগমেন্টের সেরা অভিজ্ঞতা দেবে।
স্লিম মানেই ভঙ্গুর নয়—এটি প্রমাণ করতে ফোনটির সুরক্ষায় রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই, IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স এবং ২-মিটার ড্রপ প্রোটেকশন—যা সাধারণত প্রিমিয়াম ফিচার হিসেবেই দেখা যায়।
স্পার্ক ৪০ প্রো প্লাস ফোনটি স্লিম হলেও এতে রয়েছে শক্তিশালী ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সাথে ৩০ ওয়াট ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সাপোর্ট—এমন সমন্বয় এর আগে এত পাতলা চ্যাসিসে সম্ভব হয়নি। একই সঙ্গে রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং।
ফটোগ্রাফি-প্রেমীদের জন্য এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল এআই-সক্ষম মেইন ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। মিড-রেঞ্জ সেগমেন্টে প্রফেশনাল মানের ফটোগ্রাফি নিশ্চিত করতে এতে সংযুক্ত করা হয়েছে এআই ফ্ল্যাশস্ন্যাপ, এআই ইরেজার, এআইজিসি পোর্ট্রেট, এআই শার্পনেসসহ আরও অনেক ফিচার। ক্যামেরা এআই-এর পাশাপাশি এই ফোনে রয়েছে প্রোডাক্টিভ এআই ফিচার যেমন: ইমেজ-টু-ডকুমেন্ট, ইমেজ-টু-এক্সেল, ইমেজ প্রাইভেসি ব্লারিং, এআই রাইটিং, এআই ট্রান্সলেট, এআই সার্কেল সার্চ ইত্যাদি।
নতুনত্ব কেবল হার্ডওয়্যারেই সীমাবদ্ধ নয়; এতে টেকনো ফ্রি লিঙ্ক নামে একটি রেকর্ডিং ফিচার যুক্ত রয়েছে, যা নেটওয়ার্ক সংযোগ ছাড়াই কল ও টেক্সট করার সুবিধা দেয়। ব্যবহারকারীদের কানেক্টিভিটির সমস্যা সমাধানে এটি একটি কার্যকর সংযোজন। প্রতিদিনের স্মার্টফোন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে এতে মাল্টিফাংশনাল এনএফসি ও আউটডোর বুস্টার ফিচার ব্যবহার করা হয়েছে। সিকিউরিটি সেকশনে রয়েছে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক সুবিধা।
টেকনো স্পার্ক ৪০ প্রো প্লাস এখন বাংলাদেশে মাত্র ২৪,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) দামে পাওয়া যাচ্ছে। সর্বাধুনিক আলট্রা-স্লিম ফোন প্রযুক্তিকে ফ্ল্যাগশিপের বিকল্প হিসেবে ক্রেতাদের কাছে পৌঁছে দিতেই এই দাম এত সাশ্রয়ী রাখা হয়েছে। ডিভাইসটি এখন বাংলাদেশের সকল টেকনো ব্র্যান্ড আউটলেটে পাওয়া যাচ্ছে।
আলট্রা-স্লিম ফোনের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনছে টেকনো। প্রতিষ্ঠানটি প্রমাণ করেছে, উদ্ভাবনী ডিজাইন ও প্রিমিয়াম ফিচার সাশ্রয়ী দামেই ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। স্পার্ক ৪০ প্রো প্লাস কেবল প্রযুক্তিগত অর্জন নয়, বরং এটি একটি বাস্তবমুখী উদ্ভাবন, যা সর্বাধুনিক প্রযুক্তিকে গণমানুষের নাগালে নিয়ে এসেছে।
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন : www.facebook.com/TECNOMobileBangladesh
সংবাদ বিজ্ঞপ্তি