Logo

প্রযুক্তি

যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রপ্তানিতে চীনকে ছাড়িয়ে ভারত শীর্ষে

Icon

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৫:২৬

যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রপ্তানিতে চীনকে ছাড়িয়ে ভারত শীর্ষে

যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রপ্তানির দিক থেকে চীনকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে ভারত। Canalys এর সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত স্মার্টফোনের ৪৪ শতাংশই এসেছে ভারত থেকে যা গত বছর ছিল মাত্র ১৩ শতাংশ ।


অন্যদিকে অ্যাপলসহ বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন চীনের বিকল্প হিসেবে ভারতে তাদের উৎপাদন কেন্দ্র স্থাপন করছে।

বিশ্লেষকদের মতে বৈশ্বিক বাজারে ভারতের এটি একটি বিশাল সাফল্য। শুধু তাই নয় অ্যাপল ইতোমধ্যেই তাদের আইফোনের প্রায় এক চতুর্থাংশ ভারতে তৈরি করছে এবং আগামী বছরগুলিতে এই পরিমাণ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।


এদিকে স্যামসাং মটোরোলার মতো ব্র্যান্ডও ধীরে ধীরে ভারত থেকে মার্কিন বাজারে রপ্তানি বাড়াচ্ছে। যদিও তাদের গতি অ্যাপলের তুলনায় কম, তবুও সামগ্রিকভাবে ভারতীয় প্রযুক্তি শিল্পের অগ্রযাত্রায় এসব কোম্পানির ভূমিকা উল্লেখযোগ্য।


তবে শুধু ভারত নয়, এই প্রতিযোগিতায় ভিয়েতনামও আদাজল খেয়ে নেমেছে। দেশটি বর্তমানে যুক্তরাষ্ট্রের স্মার্টফোন আমদানির ৩০ শতাংশ সরবরাহ করছে, যা এক বছরের ব্যবধানে উল্লেখযোগ্য হারে বেড়েছে। চীন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক টানাপোড়েন, শুল্ক যুদ্ধ ও সরবরাহ চেইনে অনিশ্চয়তার প্রেক্ষাপটে এই পরিবর্তন এসেছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। তারা আর বলছেন, ভারত এই সুযোগকে দক্ষতার সঙ্গে কাজে লাগিয়েছে। ভারত সরকারের মেড ইন ইন্ডিয়া নীতি, উদার কর সুবিধা এবং শ্রমবাজারের সহজলভ্যতা প্রযুক্তি জায়ান্টদের আকর্ষণের মূল কারণ।


তবে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ভারতের কিছু পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছে। এতে ভারতও রপ্তানি ঝুঁকিতে পড়তে পারে। তাই দুই দেশের মধ্যে একটি দীর্ঘমেয়াদি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা এখন সময়ের দাবি, যা উভয় পক্ষের জন্যই লাভজনক হতে পারে। বাংলাদেশও চাইলে ভারতের মত এই সময়কে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে নিজেদের প্রযুক্তি উৎপাদন খাতকে দৃঢ় অবস্থানে নিয়ে যেতে পারে।


ডি আর/ এম এন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর