Logo

প্রযুক্তি

হ্যাকারদের নিশানায় আপনিও, জেনে নিন নিরাপত্তার উপায়

Icon

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১০:২২

হ্যাকারদের নিশানায় আপনিও, জেনে নিন নিরাপত্তার উপায়

বর্তমান ডিজিটাল যুগে ইন্টারনেট ব্রাউজিংকে আরও সহজ, সুবিধাজনক ও কার্যকর করতে ব্রাউজার এক্সটেনশনগুলো ব্যাপক জনপ্রিয়। তবে এই অ্যাপ বা সফটওয়্যার কম্পোনেন্টগুলো মাঝে মাঝে মারাত্মক সাইবার নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। সম্প্রতি লক্ষাধিক ব্যবহারকারী ব্রাউজার এক্সটেনশনের কারণে সাইবার আক্রমণের শিকার হয়েছেন, যা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে।

ব্রাউজার এক্সটেনশন কী?

ব্রাউজার এক্সটেনশন হলো ছোট সফটওয়্যার প্রোগ্রাম যা আপনার ব্রাউজারে অতিরিক্ত সুবিধা যোগ করে। এগুলো ওয়েব ব্রাউজিংকে সহজ, দ্রুত ও ব্যক্তিগত চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করতে সাহায্য করে। যেমন পাসওয়ার্ড ম্যানেজার, বিজ্ঞাপন ব্লক, ওয়েবপেজ রিডার ইত্যাদি। কিন্তু এর সুবিধার পাশাপাশি অনেক সময়য় নিরাপত্তার ঝুঁকি থেকে যায়।

কেমন ঝুঁকি?

এইসব এক্সটেনশনের মধ্যে মারাত্মক ম্যালওয়্যার বা ক্ষতিকর কোড লুকিয়ে থাকতে পারে, যা ব্যবহারকারীর ব্রাউজিং ডেটা, ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড নিয়ে নিতে পারে। উদাহরণস্বরূপ, রেড ডাইরেকশন’ হামলায় ২৩ লাখ গুগল ক্রোম ও মাইক্রোসফট এজ ব্যবহারকারী আক্রান্ত হয়েছেন, যা ব্রাউজার অ্যাকাউন্টে অবৈধ প্রবেশাধিকারের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। অনেকে ইচ্ছাকৃত ভাবে এক্সটেনশন আপডেটের মাধ্যমে ক্ষতিকর কোড ছড়িয়ে দেয় এবং তারা পেছনে থেকে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে এবং তা হ্যাকার বা থার্ড পার্টি সাইটে পাঠিয়ে দেয়।

কতটা নিরাপদ?

বর্তমান সময়ে ব্রাউজারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ক্রমেই জোরালো হচ্ছে। অনেক ব্রাউজার এখনো পুরনো বা সাধারণ ভেরিফিকেশন পদ্ধতির ওপর নির্ভর করে, যা ব্যবহারকারীরা প্রায়শই এড়িয়ে যান। এই দুর্বলতার সুযোগ নিয়ে সাইবার অপরাধীরা আরও উন্নত কৌশল ব্যবহার করছে যেমন ওবফাসকেশন (কোডকে জটিল করে আড়াল করা) এবং ডায়নামিক ইনজেকশন (চলমান অবস্থায় কোড যুক্ত করা)। এর ফলে ক্ষতিকর কোড সহজেই নিরাপত্তা ব্যবস্থার চোখ ফাঁকি দিতে পারে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো সাপ্লাই চেইন আক্রমণ। এই পদ্ধতিতে প্রথমে বৈধ ও বিশ্বস্ত ডেভেলপার অ্যাকাউন্ট হ্যাক করা হয়, এরপর সফটওয়্যারের আপডেটে গোপনে ক্ষতিকর কোড ঢোকানো হয়। ব্যবহারকারীরা যখন সেই আপডেট ইনস্টল করেন, তখন তারা অজান্তেই ম্যালওয়্যারের শিকার হন। সাম্প্রতিক বছরগুলোতে এমন ঘটনার হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে, যা শুধু সাধারণ ব্যবহারকারীদের নয়, বড় প্রতিষ্ঠানগুলোকেও বিপদের মুখে ফেলছে।

উপায় কি?

ব্রাউজারে শুধুমাত্র পরিচিত ও বিশ্বস্ত ডেভেলপার বা প্রতিষ্ঠানের এক্সটেনশন ব্যবহার করুন। ইন্সটলেশনের আগে রেটিং, রিভিউ ও ডাউনলোড সংখ্যা বিচার করুন। 

অপ্রয়োজনীয় বা অজানা এক্সটেনশন এড়িয়ে চলুন। নতুন ইনস্টল করা এক্সটেনশন হলে ব্রাউজিং ডেটা সুরক্ষিত আছে কিনা পরীক্ষা করুন, প্রয়োজনে পাসওয়ার্ড বদল করুন। 

ব্রাউজার ও এক্সটেনশন নিয়মিত আপডেট রাখুন, যেন নিরাপত্তার ত্রুটি দ্রুত দূর হয়। 

শক্তিশালী অ্যান্টিভাইরাস ব্যবহার করে নিয়মিত সিস্টেম স্ক্যান করুন।

প্রয়োজন ছাড়া অতিরিক্ত এক্সটেনশন ইনস্টল করবেন না এবং যে এক্সটেনশন অতিরিক্ত অনুমতি চায় তা এড়িয়ে চলুন। নিরাপদ ব্রাউজিং এবং ডেটা সুরক্ষায় সচেতন থাকা যতটা গুরুত্বপূর্ণ, সঠিক এক্সটেনশন বাছাই করাও ততটাই জরুরি।

ব্রাউজার এক্সটেনশন আমাদের ডিজিটাল জীবন সহজতর করলেও নিরাপত্তার প্রয়োজনে সতর্কতা অবলম্বন করা উচিৎ। সাইবার আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি।

এম এন


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর