মৃত্যুর পরও অনলাইনে শেষবারের মতো পোস্ট এর সুযোগ

প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫

আমাদের চারপাশের অনেক কিছুই বদলেছে, তবু একটি অনুভূতি একই রয়ে গেছে, প্রিয়জনের চিরবিদায়। সোশ্যাল মিডিয়ার এই যুগে, সেই অনুভূতি যেন আরও বেশি জটিল হয়ে ওঠেছে। প্রতিদিন ফেসবুকের ইনবক্সে কারো সাথে হয়তো গল্প হয়, মেসেঞ্জারে চলে হাসি ঠাট্টা, কখন হয়ত ভাল লেগে যায় তাকে। হঠাৎ তার পক্ষ থেকে ম্যাসেজ আসা বন্ধ হয়ে যায়। আমরা অপেক্ষা করি, দুশ্চিন্তা করি, এক সময়য় ভুল বোঝাবুঝি হয়, মনে রাগ জমিয়ে তাকিয়ে থাকি তার ম্যাসেঞ্জারের সবুজ আলোর দিকে, সেটি আর জ্বলে না, অভিমান হয়। ধরেই নেই সে আমাকে ইগনোর করছে, এর পর সমাপ্তি। অথচ পরিচিত সেই অনলাইনবন্ধুটি কখন হঠাৎ পৃথিবী ছেড়ে চলেই গেছে সে খবরটিও আমরা পাইনি। এ এক অদ্ভুত সামাজিক সংকট।
কেমন হয় যদি কেউ চলে যাওয়ার পর তার সোশ্যাল মিডিয়াতে শেষবারের মত একটি কাস্টম পোস্ট দিয়ে সকলকে জানিয়ে দিতে পারে চিরবিদায়ের বার্তা।
এবারের সিইএস ২০২৫ এ প্রযুক্তি প্রতিষ্ঠান জুগু (Zugu) প্রদর্শন করেছে 'ইন কেস অব ডেথ' নামের অভূতপূর্ব এক প্রযুক্তি। তারা জানাচ্ছে, এ বছরের শেষে ১৫০০ ডলার বিনিময়ে এই স্মার্ট ডেড ম্যান'স সুইচ সংগ্রহ করতে পারবেন যে কেউ। এই প্যাকেজে রয়েছে একটি ১১-ইঞ্চি আইপ্যাড প্রো, স্পেশাল স্মার্ট রিং ও একটি বিশেষ অ্যাপ। যেগুলোর কম্বিনেশনই আপনার মৃত্যুর পর আসল জাদুটি দেখাবে। আপনার হয়ে আপনার সোশ্যাল মিডিয়াতে শেষ একটি বার্তা পোস্ট করে দেবে। যা আপনি আগে থেকেই রেকর্ড বা লিখে রেখেছিলেন।
এটি কীভাবে কাজ করে
স্মার্ট রিংটি সবসময় আপনার আঙ্গুলে থাকবে। কোন অঘটন ঘটলে, হৃদস্পন্দন থেমে গেলে, দেহের তাপমাত্রা ও ব্লাড অক্সিজেন হঠাৎ কমে গেলে, রিংটি তা বুঝতে পারবে এবং অ্যাপকে সংকেত দেবে, ইউজার আর পৃথিবীতে নেই। তখনই অ্যাপটি ডেথ প্রোটেকশন একটিভেট করে দেবে। এরপর শুরু হবে অভিনব সব ফিচার।
আইপ্যাড সেলফ ডেস্ট্রাক্ট মুডে চলে যাবে এবং পূর্ব থেকে নির্ধারিত সকল তথ্য মুছে দেবে। ব্রাউজার ও হিস্টরি থেকে ডিলিট হবে ব্যক্তিগত তথ্য। আইডি পাসওয়ার্ড, গুরুত্বপূর্ণ ফাইল আগে থেকে সেট করা কোন আইডিতে মেইল করা হবে। অথবা সব ডিলিট হয়ে যাবে। প্রিয়জনদের জন্য একটা ভিডিও প্রকাশ হবে যেটি আগে থেকেই রেকর্ড করা ছিল।
সোশ্যাল মিডিয়ায় শেষ বারের মত ব্যাক্তি তার নিজের মৃত্যুর খবর পোস্ট করবে। 'চির বিদায় নিচ্ছি, এই পৃথিবী আমাকে অনেক কিছু দিয়েছে কিন্তু আমি শুধু তোমাদের ভালবাসাটুকু সাথে নিয়ে যেতে পারছি, আমায় ভুল বুঝো না, সবুজ আলোর দিকে চেয়ে থেকো না, সেটি আর জ্বলবে না। তোমাদের খুব ভালবাসি, বিদায়।
যদিও প্রথমে ব্যাঙ্গ করেই এই অ্যাপটি তৈরি করা হয়েছিল কিন্তু এই আবিষ্কার মানুষের হৃদয়কে ছুঁয়ে গেছে।
সামাজিক দৃষ্টিকোণ থেকে এর গুরুত্ব
এই প্রযুক্তি বাস্তবিক অর্থেই মানুষের জীবনে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে । বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনকে বিদায় জানানোর সুযোগ, ভুল বোঝাবুঝি দূর করা, কারো কাছে ক্ষমা চেয়ে নেয়ার শেষ সুযোগ, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার অভূতপূর্ব এক সমাধান। ইন্টারনেটে জমে থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তিগত নথি, ফেসবুকের চ্যাট, বা গোপন কোন তথ্য মৃত্যুর পর তা যেন অপরিচিত কারো হাতে না পড়ে, সেই নিশ্চয়তা দিচ্ছে এই প্যাকেজটি।
আর এসব কিছু ঘটবে এআই এর জাদুতে, কোনো মানুষের সাহায্য ছাড়াই। ভার্চুয়াল জীবন দিন দিন প্যারালাল দুনিয়ায় রূপান্তর হচ্ছে । রিয়াল দুনিয়া থেকে বিদায় নিলে ভার্চুয়াল দুনিয়া যদি সেটা না জানে তাহলে ঘটতে পারে নানা অপ্রিয় ঘটনা। তাই ‘ডেড ম্যান’স সোশ্যাল মিডিয়া সুইচ’ হতে পারে এর নতুন এবং এখন পর্যন্ত একমাত্র সমাধান। আপনি কী প্রস্তুত, মৃত্যুর পরও সকলেকে শেষবারের মতো চমকে দিতে?
এমএন