Logo

প্রযুক্তি

স্যামসাং ভিশন এআই টিভি, ভবিষ্যৎ এখন চোখের সামনে

মোহাম্মদ নেসার

মোহাম্মদ নেসার

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:০২

স্যামসাং ভিশন এআই টিভি, ভবিষ্যৎ এখন চোখের সামনে

এবার স্যামসাং টেলিভিশনের দুনিয়ায় এক নতুন বিপ্লব নিয়ে এলো যাকে তারা বলছে ‘ভিশন এআই টিভি’। এটি শুধুই একটি টিভি নয়, এটি হয়ে যেতে পারে আপনার ঘরের নতুন সদস্য, যা আপনার টিভি দেখার সব চাহিদা পূরণ করবে বলে দাবি করেছে কোম্পানিটি।

ধরুন আপনি কোন মুভি দেখছেন কিন্তু পর্দায় কারা অভিনয় করছে তাদের নাম আপনি মনে করতে পারছেন না। চিন্তা নেই রিমোটের এক বোতামের চাপেই আপনার টিভিতে ভেসে উঠবে শিল্পীদের পরিচয়। শুধু তাই নয়, কোন স্থানে দৃশটি শুটিং হয়েছে সেটিও জেনে নিতে পারবেন এক ক্লিকে। আবার মুভিটি হয়ত চলছে কোরিয়ান ভাষায়- যে ভাষা আপনার জানা নেই। ভিশন এআই চিপের জাদুতে মুহূর্তেই সেটি আপনার পছন্দের ভাষায় রূপান্তর করে ফেলতে পারবেন। জাদু এখানেই শেষ নয়। এই টিভি নিজ থেকেই যে কোন ভিডিওকে, ৮কে (8k) রেজোলিউশনে রূপান্তর করে দিতে পারে। টিভি তে হয়ত সংবাদ দেখছেন কিন্তু মিছিলের আওয়াজে সাংবাদিকের কথা ঠিক মত শোনা যাচ্ছে না। এআই প্রযুক্তির মাধ্যমে এই টিভিতে আপনি নিজের ইচ্ছে মত ভয়েজ লেয়ার আলাদা করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে মিছিলের শব্দ বন্ধ করে শুধু রিপোর্টারের কথা শুনতে পারবেন । আর এই পুরো ঘটনা ঘটবে টিভি’র নিজেস্ব সিস্টেমের মাধ্যমেই।

এই টিভির আরেকটি চমকপ্রদ ফিচার হলো ইউনিভার্সাল জেসচার কন্ট্রোল। ভাবুন তো, রিমোট ছাড়াই শুধু হাতের ইশারায় আপনি টিভিকে নিয়ন্ত্রণ করছেন! শুধু তাই নয়, আপনি কথা বললে বা আপনার ঘরের পরিবেশ কোলাহলপূর্ণ হলে, টিভি নিজেই অডিও সেটিংস পরিবর্তন করে দেবে, যেন আপনার কথা, সিনেমার ডায়ালগ বা অনলাইন ক্লাসের লেকচার সবকিছুই একদম পরিষ্কার শোনা যায়। 

এই টিভি ব্যবহার করে আপনি আপনার ঘরের অন্যান্য স্মার্টথিংস ও আইটি ডিভাইসগুলোকেও নিয়ন্ত্রণ করতে পারবেন। এভাবে এটি আপনার স্মার্ট হোমের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এছাড়া ওলেড ও কিউলেড ডিসপ্লে ডলবি অ্যাটমোস এসব সুবিধাতো আছেই ।

বর্তমানে এই টিভি দক্ষিণ কোরিয়া, ভারত, ফিলিপাইন, ইউরোপ, আমেরিকা ও যুক্তরাজ্যে বিক্রি হচ্ছে। তবে সুখবর হলো, স্যামসাংয়ের বাংলাদেশ অফিস জানিয়েছে, ২০২৫ সালের শেষের দিকে এই টিভি বাংলাদেশের সব অফিসিয়াল আউটলেট এবং অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

স্যামসাংয়ের এই ভিশন এআই টিভি শুধু একটি পণ্য নয়, এটি প্রযুক্তির এক নতুন দিগন্তের সূচনা। যা প্রমাণ করে, এআই প্রযুক্তি মানুষের জীবনকে আরও সহজ এবং আনন্দময় করে তুলতে সক্ষম।

 এমএন/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর