ভুয়া খবর যাচাইয়ের গোপন অস্ত্র এখন হাতের নাগালে
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭
-68be72aba6c7c.png)
ইন্টারনেটের যুগে খবর চোখের পলকেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। ফেসবুকে স্ক্রল করলেই চোখে পড়ে চটকদার শিরোনাম, ভেসে বেড়ায় অদ্ভুত সব ছবি। যা মুহূর্তেই মনে কৌতূহল তৈরি করে, অনেক সময় সেগুলো আমরা শেয়ারও করে ফেলি নিজের অজান্তেই। তবে খবরটি কতটা সত্য কতটা মিথ্যা- অনেক সময় সেটা বুঝে ওঠার আগেই যা ঘটার তা ঘটে যায়।
একটি ভুয়া খবর হতে পারে ভয়াবহ বিভ্রান্তির কারণ। ভুল তথ্যের কারণে সমাজে আতঙ্ক ছড়ায়, রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, এমনকি মানুষের জীবনও বিপন্ন হতে পারে। আর তাই নিজের এবং অন্যের সুরক্ষার জন্য খবরের সত্যতা যাচাই এখন প্রায় অপরিহার্য হয়ে উঠেছে । সুখবর হলো, আমাদের হাতের স্মার্টফোনেই আছে সেই সমস্যার সমাধান। বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপ, যা মুহূর্তেই জানিয়ে দিতে পারে কোনটা আসল আর কোনটা ভুয়া তথ্য।
বাংলাদেশের নিজস্ব টুল : Rumor Scanner
বাংলাদেশের তৈরি একটি শক্তিশালী ফ্যাক্ট চেকিং অ্যাপ হচ্ছে Rumor Scanner । সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজব বা বিভ্রান্তিকর পোস্ট যাচাই করে এটি দ্রুত জানিয়ে দেয় আসল সত্য। ফেসবুক, ইউটিউব বা টিকটকের মতো সাইটে ছড়ানো ভুল তথ্য ধরতে এই অ্যাপ ব্যবহার করা যায় খুব সহজেই।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফ্যাক্ট-চেক ওয়েবসাইট
ভুয়া খবর রোধে বিশ্বজুড়ে অনেক নামকরা প্ল্যাটফর্ম কাজ করছে । তাদের মধ্যে অন্যতম FactCheck.org। এটি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠান, যেখানে অনলাইন দুনিয়ার সকল খবর বিশ্লেষণ করা যায়।
এছাড়া রয়েছে AFP Fact Check ও Reuters Fact Check দুটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার পরিচালিত সাইট । কোনো খবর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লে, তার সত্য মিথ্যা যাচাই করতে এই সাইটগুলো ভরসার জায়গা হতে পারে।
ভারতের জনপ্রিয় উদ্যোগ : Alt News
ভারতে ভুয়া খবর মোকাবিলায় তৈরি হয়েছে Alt News। বিশেষ করে হোয়াটস অ্যাপে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর বার্তা বা ছবি যাচাই করার জন্য এটি অত্যন্ত কার্যকর। অনেক সময় বাংলাদেশেও ভারতের খবর ভাইরাল হয়, তখন Alt News দিয়ে যাচাই করে নেওয়া যায় সহজেই।
ব্রাউজার এক্সটেনশন : NewsGuard
আপনি যে ওয়েবসাইট থেকে খবর পড়ছেন, সেটি কতটা বিশ্বাসযোগ্য তা সঙ্গে সঙ্গেই বলে দেয় NewsGuard। এটি একটি এক্সটেনশন, ব্রাউজারে ইনস্টল করলে প্রতিটি সাইটে সবুজ বা লাল চিহ্ন দেখাবে । সবুজ মানে নির্ভরযোগ্য, আর লাল মানে সন্দেহজনক।
ছবির সত্যতা জানার টুল: SurfSafe
ভুয়া খবরের বড় অস্ত্র হলো ভুয়া ছবি। পুরনো কোনো ছবিকে নতুন ঘটনার নামে ছড়িয়ে দিলে মানুষ সহজেই বিভ্রান্ত হয়। এই জায়গায় কাজে লাগে SurfSafe। এটিও একটি ব্রাউজার এক্সটেনশন, যা জানিয়ে দেয় ছবিটি আসলে কোথা থেকে এসেছে এবং আগে কোথায় ব্যবহার হয়েছে।
গুগলের Fact Check Tools
গুগলও চালু করেছে Fact Check Explorer। এখানে খবর সার্চ করলে বিভিন্ন বিশ্বস্ত ফ্যাক্ট-চেক ওয়েবসাইট থেকে যাচাই করা ফলাফল পাওয়া যায়। সাংবাদিক ও গবেষকদের পাশাপাশি সাধারণ পাঠকও সহজে ব্যবহার করতে পারেন এই টুল।
কেন ব্যবহার করবেন এসব টুল?
একটা ভুল খবর মুহূর্তেই ছড়িয়ে পড়তে পারে হাজারো মানুষের কাছে। ভাবুন তো আপনি কোনো ভুয়া স্বাস্থ্য তথ্য বিশ্বাস করে ওষুধ খেলেন, কিংবা ভুল রাজনৈতিক খবর শেয়ার করে নিজেই অস্বস্তিতে পড়লেন- কেমন হবে বিষয়টা। শুধু আপনি নন, আপনার চারপাশের মানুষও এতে ক্ষতিগ্রস্ত হতে পারে। ঠিক এখানেই কাজে আসে এই টুলগুলো। এগুলো আপনাকে সাহায্য করবে খবরের ভেতরে লুকানো সত্য বের করতে, ভুয়া ছবি শনাক্ত করতে, আর বিভ্রান্তির বদলে আসল তথ্য পেতে। সবচেয়ে বড় কথা, এগুলো ব্যবহার করা একেবারেই সহজ। কয়েকটি ক্লিকেই জানতে পারবেন, আপনার সামনে থাকা খবরটি আসল নাকি সাজানো নাটক।