Logo

প্রযুক্তি

আইফোন ১৭ এখন বাজারে, জেনে নিন ফিচার ও দাম

মোহাম্মদ নেসার

মোহাম্মদ নেসার

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৯

আইফোন ১৭ এখন বাজারে, জেনে নিন ফিচার ও দাম

৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেল জমকালো অ'ড্রপিং (Awe Dropping) অ্যাপল ইভেন্ট। ক্যালিফোর্নিয়ার স্টিভ জবস থিয়েটার যেন পরিণত হয়েছিল ভবিষ্যৎ প্রযুক্তির মিলন মেলায়। বিশ্বের কোটি কোটি মানুষের প্রতীক্ষার অবসান ঘটিয়ে উন্মোচিত হলো একেবারে নতুন আইফোন ১৭ সিরিজ। এবারের সিরিজে এসেছে চারটি মডেল আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স। প্রতিটি মডেলেই রয়েছে নতুন ডিজাইন, উন্নত ক্যামেরা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সহ অসাধারণ সব ফিচার।

আইফোন ১৭ এর বেস মডেলেই যুক্ত হয়েছে ৬.৩ ইঞ্চির এক্সডিআর ওএলইডি প্রোমোশন ডিসপ্লে, যা আগের যেকোনো বেস মডেলের তুলনায় আরও দ্রুত এবং মসৃণ অভিজ্ঞতা দেবে। এই মডেলে ব্যবহার করা হয়েছে সর্বশেষ এ১৯ চিপসেট, যা ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর নানা ফিচার চালাতে সক্ষম। ক্যামেরায় এবার বড় পরিবর্তন এসেছে- পেছনে রয়েছে দুটি ৪৮ মেগাপিক্সেলের ফিউশন লেন্স, আর সামনে রয়েছে ১৮ মেগাপিক্সেলের সেন্টার স্টেজ ক্যামেরা। ভিডিও কলে বা সেলফিতে ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে ফ্রেম অ্যাডজাস্ট করে নেবে।

সবচেয়ে আলোচনায় এসেছে আইফোন ১৭ এয়ার, যেটিকে বলা হচ্ছে সবচেয়ে পাতলা আইফোন। এর ডিজাইন সম্পূর্ণ নতুন, সঙ্গে রয়েছে বিভিন্ন রঙের অপশন। যদিও এর ব্যাটারি লাইফ তুলনামূলক কম, তবে হালকা-পাতলা ফর্মফ্যাক্টরের জন্য অনেক ব্যবহারকারীর কাছে এটি হতে পারে বিশেষ আকর্ষণ। 

অন্যদিকে প্রো সিরিজে এসেছে আরও চমক। আইফোন ১৭ প্রো এবং প্রো ম্যাক্স মডেলে রয়েছে ১২ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম, ৫ গুণ ও ৮ গুণ অপটিক্যাল জুমের সুবিধা, এমনকি ৮কে (8k) ভিডিও ধারণ করার ক্ষমতাও যোগ হয়েছে। পেশাদার কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এটি একেবারেই ভিন্ন স্তরের অভিজ্ঞতা এনে দেবে। নতুন ভেপার চেম্বার কুলিং সিস্টেম ডিভাইসকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করবে। এবার গাঢ় নীল, স্টিল ধূসর এবং উজ্জ্বল কমলা এই তিনটি নতুন রঙ বাজারে আসছে।

মূল্যের দিক থেকে যুক্তরাষ্ট্রে আইফোন ১৭ এর দাম শুরু হচ্ছে ৭৯৯ ডলার থেকে। প্রো ম্যাক্সের দাম ধরা হয়েছে ১১৯৯ ডলার। বাংলাদেশে অফিশিয়ালি আসবে অক্টোবরের শেষ নাগাদ। সম্ভাব্য দাম বেস মডেলের জন্য প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা থেকে শুরু হয়ে প্রো ম্যাক্সের ক্ষেত্রে প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে।

ইভেন্টে সিইও টিম কুক জানালেন, ‘আইফোন ১৭ সিরিজের প্রতিটি ফিচার নতুন যুগের প্রযুক্তিকে আরও এগিয়ে নেবে।‘ বিশেষ করে এআই নির্ভর জেনারেটিভ ফটো, গ্রুপ ফেসটাইম শট এবং প্রোমোশন ডিসপ্লের নতুন সংস্করণ সবাইকে মুগ্ধ করেছে। বিশ্লেষকদের মতে, প্রথম দিনেই বিশ্বজুড়ে প্রায় ১৫ মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে, যা অ্যাপলের ইতিহাসে নতুন রেকর্ড।

সব মিলিয়ে বলা যায়, আইফোন ১৭ সিরিজ শুধু স্মার্টফোন নয়, বরং মোবাইল প্রযুক্তির একটি মানদণ্ড। ডিজাইন, ক্যামেরা, ব্যাটারি লাইফ আর কৃত্রিম বুদ্ধিমত্তার যুগলবন্দি এবারের আইফোনকে করেছে সত্যিই ব্যতিক্রমী। বাংলাদেশি ব্যবহারকারীরাও এবার খুব দ্রুতই এই নতুন প্রজন্মের স্মার্টফোনের স্বাদ নিতে পারবেন।


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর