এবার হোয়াটসঅ্যাপেই পাওয়া যাবে চ্যাটজিপিটির সেবা
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৪

আলাদা কোনো অ্যাপ, ওয়েবসাইট বা সফটওয়্যার আর লাগবে না। জনপ্রিয় ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তার সহজ ঠিকানা। এখন থেকে হোয়াটসঅ্যাপে সরাসরি ব্যবহার করা যাবে চ্যাটজিপিটি।
ওপেনএআইয়ের এই সেবাটি যুক্ত হওয়ার ফলে হোয়াটসঅ্যাপেই পাওয়া যাবে যেকোনো প্রশ্নের উত্তর, লেখালেখির সহায়তা, অনুবাদ কিংবা নানা ধরনের তথ্য। ব্যবহারও অত্যন্ত সহজ। শুধু +1 (880) 242-8478 নম্বর সেভ করে অফিসিয়াল বটের সঙ্গে যুক্ত হয়ে চ্যাটে প্রশ্ন করলেই পাওয়া যাবে তাৎক্ষণিক উত্তর। চাইলে ব্যবহারকারীরা বাংলাসহ একাধিক ভাষায় প্রশ্ন করতে পারবেন।
শিক্ষার্থী, সাংবাদিক কিংবা ব্যবসায়ী সবাই উপকৃত হবেন এই সেবায়। ছোটখাটো তথ্য খোঁজা থেকে শুরু করে সংবাদ তৈরি বা লেখালেখির সহায়তা, এমনকি কাস্টম টিপসও পাওয়া যাবে মুহূর্তেই। প্রতিষ্ঠানগুলো চাইলে গ্রাহকসেবা বা প্রাথমিক তথ্য সরবরাহের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবে এই নতুন প্রযুক্তি।
হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি সেবাটি ২৪/৭ চালু থাকবে। ব্যবহার যত বাড়বে, ততই ব্যবহারকারীর আগ্রহ ও পছন্দ অনুযায়ী সাড়া দিতে আরও নিখুঁত ভাবে কাজ করবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, ব্যক্তিগত তথ্য ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। টেক্সট চ্যাটের বাইরে ছবি, ভিডিও বা কোনো নথি আপলোড করার সুযোগ কিন্তু থাকছে না।
ওপেন এআই জানিয়েছে, নিয়মিত নতুন ফিচার ও ভাষা যোগ করা হবে। ফলে ভবিষ্যতে হোয়াটসঅ্যাপের ভেতরেই পাওয়া যাবে আরও উন্নত সেবা, অটো রিকমেন্ডেশন।। প্রযুক্তির এই নতুন সংযোজনকে অনেকেই বলছেন যোগাযোগের জগতে বড় পরিবর্তন