Logo

প্রযুক্তি

আইফোন এয়ারের ডিজাইন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর

Icon

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭

আইফোন এয়ারের ডিজাইন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর

অ্যাপল এ বছর বাজারে এনেছে তাদের ইতিহাসের সর্বাধিক পাতলা স্মার্টফোন, আইফোন এয়ার। জানলে অবাক হবেন, এর বিস্ময়কর নকশা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ প্রতিভা আবিদুর চৌধুরি। জন্ম লন্ডনে, বর্তমানে সান ফ্রান্সিসকোতে বসবাসরত এই ডিজাইনার ছোটবেলা থেকেই ছিলেন নতুন কিছু সৃষ্টির এবং সমস্যা সমাধানের প্রতি বিশেষ আগ্রহী।

লাফব্রো ইউনিভার্সিটি থেকে প্রোডাক্ট ডিজাইন ও টেকনোলজিতে স্নাতক শেষ করার সময়ই তিনি জিতেছিলেন জেমস ডাইসন ফাউন্ডেশন, নিউ ডিজাইনার্স অ্যাওয়ার্ড এবং সেমর পাওয়েল ডিজাইন উইকের শীর্ষ পুরস্কার। ২০১৬ সালে তাঁর প্লাগ অ্যান্ড প্লে প্রজেক্ট জিতে নেয় বিশ্বখ্যাত রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড। এই অর্জন তাঁর পথচলায় যোগ করে নতুন গতি।

ক্যামব্রিজ কনসালটেন্টস ও লেয়ার ডিজাইন স্টুডিওতে কাজ করার পর আবিদুর গড়ে তোলেন নিজের ডিজাইন কনসালটেন্সি ফার্ম। অবশেষে ২০১৯ সালে তিনি স্বপ্নের সংস্থা অ্যাপলের কুপারটিনো অফিসে যোগ দেন ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার হিসেবে। এখানেই শুরু হয় তাঁর সবচেয়ে বড় চ্যালেঞ্জ— আইফোন এয়ারের নেতৃত্ব দেওয়া।

এই স্মার্টফোনে আছে টাইটানিয়াম ফ্রেম, একক টেলিফটো ক্যামেরা এবং এআই ফটোগ্রাফি প্রযুক্তি। পাতলা, হালকা এবং ভবিষ্যত প্রযুক্তির ছোঁয়া দিয়ে এটিকে তৈরি করা হয়েছে। সব মিলিয়ে ব্যবহারকারীরা পাচ্ছেন এক ভিন্ন মাত্রার অভিজ্ঞতা। বিশ্বের প্রযুক্তিপ্রেমীরা ইতিমধ্যেই বলছেন, এটি শুধু একটি ফোন নয়, এটি ফোন ডিজাইনের নতুন সংজ্ঞা।

বিশ্বমাতানো আইফোন এয়ারের নেপথ্যে রয়েছেন একজন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ, যিনি নিজের প্রতিভা দিয়ে বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানিকে দিয়েছে নতুন দিশা। গুগলের পর এবার অ্যাপলেও পড়েছে বাংলাদেশি বংশের প্রতিভার ছাপ। এমন ধারা চালু থাকলে, একদিন হয়তো বিশ্বমানের কোম্পানিগুলোতে বাংলাদেশিদের পদচারণা স্বাভাবিক হয়ে উঠবে।

এমএন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর