বাজার কাঁপাতে এলো এআই ফিচারসহ আইটেল সুপার ২৬ আলট্রা

প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৬

অবিশ্বাস্য সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম স্মার্টফোন অভিজ্ঞতা নিয়ে এলো আইটেল। বিশ্বস্ত স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল তাদের নতুন প্রজন্মের স্মার্টফোন সুপার ২৬ আলট্রা আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করেছে। মাত্র ২০,০০০ টাকার সেগমেন্টে ফোনটি ডিজাইন, ডিসপ্লে, ডিউরেবিলিটি ও শক্তিশালী এআই ফিচারের সমন্বয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
ডিজাইন ও ডিসপ্লে:
সুপার ২৬ আলট্রা মাত্র ৬.৮ মিলিমিটার সুপার স্লিম ডিজাইনের জন্য এটি হাতে নিলেই পাওয়া যায় প্রিমিয়াম অভিজ্ঞতা। এতে রয়েছে থ্রিডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যার ১.৫কে রেজল্যুশন, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও সর্বোচ্চ ৪৫০০ নিটস ব্রাইটনেস যা ইনডোর ও আউটডোরে সমান স্বচ্ছ ভিজ্যুয়াল নিশ্চিত করে। ডিভাইসটি সুরক্ষিত করতে যুক্ত করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই এবং টাইটানশিল্ড আর্কিটেকচার, যেগুলো ফোনকে আরও টেকসই করেছে। এছাড়া রেইন অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্স হওয়ায় দৈনন্দিন ব্যবহারে ফোনে বাড়তি নিরাপত্তা যোগ করেছে।
অতিরিক্ত ফিচার:
ডিভাইসটিতে রয়েছে এনএফসি ওয়ান টাচ শেয়ারিং, সর্বোচ্চ ১.২ কিলোমিটার আলট্রা লিংক কানেক্টিভিটি এবং ইনফ্রারেড রিমোট কন্ট্রোল, যা ব্যবহারকারীকে দেয় আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় ইউজার এক্সপেরিয়েন্স। শক্তিশালী ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সারাদিন নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করে, ফোনটিকে একইসাথে স্টাইলিশ ও এফিসিয়েন্ট করে তুলেছে।
সফটওয়্যার ও এআই ফিচার:
আইটেল সুপার ২৬ আলট্রা সফটওয়্যারেও এনেছে অভূতপূর্ব নতুনত্ব। এতে রয়েছে-
এআই ইমেজ এডিটর: যা স্বয়ংক্রিয়ভাবে ফটো অর্গানাইজ ও পোর্ট্রেট উন্নত করে।
সিনেমাটিক ভ্লগ জেনারেটর: কয়েক সেকেন্ডে পেশাদার মানের ভিডিও তৈরি করে দেয়।
এআই ক্যামেরা ইরেজার: ছবির অপ্রয়োজনীয় বস্তু সহজেই মুছে ফেলে।
সার্কেল টু সার্চ: স্ক্রিনের নির্দিষ্ট কনটেন্টের ভিত্তিতে তথ্য অনুসন্ধান করে।
আইটেলের এআই অ্যাসিস্ট্যান্ট সোলা: প্রতিদিনের কাজ ও বিনোদনকে করে আরো স্মার্ট।
টার্গেট ইউজার:
সুপার ২৬ আলট্রা মূলত তরুণ প্রজন্ম, ডিজাইন প্রেমী ও প্রযুক্তি সচেতন গ্রাহকদের কথা মাথায় রেখে বাজারে আনা হয়েছে। প্রিমিয়াম ডিজাইন, উন্নত প্রযুক্তি, ডিউরেবিলিটি ও এআই ইন্টিগ্রেশন এটিকে এই সেগমেন্টের সবচেয়ে আকর্ষণীয় ডিভাইসে পরিণত করেছে।
ডিআর এমএন