Logo

প্রযুক্তি

চীনের টেক মেলায় কেন কীভাবে যাবেন

মোহাম্মদ নেসার

মোহাম্মদ নেসার

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৬

চীনের টেক মেলায় কেন কীভাবে যাবেন

প্রতি বছর চীনের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয় অসংখ্য শিল্প ও প্রযুক্তি মেলা, যা শুধু চীনা নয়, বিদেশি অংশগ্রহণকারীদেরও আকৃষ্ট করে। এসব মেলায় ভিড় জমায় সাধারণ দর্শনার্থী থেকে শুরু করে গবেষক, শিক্ষার্থী, উদ্যোক্তা এবং প্রযুক্তিপ্রেমীরা। ২০২৪ সালে চীনের মোট এক হাজার চৌষট্টি (১,০৬৪)টি শিল্প ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছিল। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং আন্তর্জাতিকভাবে পরিচিত মেলা হলো চায়না হাই‑টেক ফেয়ার (China Hi-Tech Fair), ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স (World Internet Conference), স্মার্ট ম্যানুফ্যাকচারিং এক্সপো (Smart Manufacturing Expo) এবং ডিজিটাল ইকোনমি ও স্মার্ট সিটি এক্সপো (Digital Economy & Smart City Expo)।

চায়না এই মেলাগুলোতে প্রতিবছর অংশ নেয় হাজারের বেশি কোম্পানি। দর্শনার্থীর সংখ্যা হয় কয়েক লাখ। এর মধ্যে চায়নার বাইরের দেশ থেকেই প্রায় সাত থেকে দশ হাজার দর্শনার্থী একেকটি মেলা ভ্রমণ করতে আসে।  

বাংলাদেশ থেকে এই মেলায় যাওয়া শিক্ষার্থী, গবেষক ও ব্যবসায়ীরা সাধারণত শেনঝেন, বেইজিং ও গুয়াংঝুতে যেতে পছন্দ করেন। শিক্ষার্থী ও গবেষকের জন্য মেলায় অংশগ্রহণ মানে নতুন প্রযুক্তি, গ্যাজেট, সফটওয়্যার ও রোবোটিক্স সরাসরি দেখা এবং অভিজ্ঞতা অর্জন করা। ব্যবসায়ীর জন্য এসব মেলা নতুন পণ্য যাচাই, আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি, পার্টনারশিপ ও বিনিয়োগের সুযোগ তৈরি করে দেয়। চীনের শেনঝেনে হাই‑টেক ফেয়ার বা বেইজিংয়ে ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্সে উপস্থিত হলে বাংলাদেশি ব্যবসায়ীরা হুয়াওয়ে, আলিবাবা, টেনসেন্ট, মাইক্রোসফট, ইন্টেল, গুগল, সনি, স্যামসাং, টোয়োটাসহ বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানি সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। এতে তাদের বিজনেস প্রসারিত হওয়ার সুযোগ বাড়ে।

বাংলাদেশ থেকে মেলায় অংশ করতে প্রথম ধাপ হলো মেলার তারিখ ও স্থান নির্ধারণ করা। তারপর চীনের ব্যবসায়িক বা পর্যটক ভিসা সংগ্রহের জন্য চীনের দূতাবাসে আবেদন করা। আবেদনের জন্য দরকার হবে পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট, বিমান ও হোটেল বুকিং এর প্রমাণপত্র এবং মেলার আমন্ত্রণপত্র। মেলায় অংশগ্রহণের আগে অনলাইনে রেজিস্ট্রেশন প্রমাণপত্র অফিসিয়াল আমন্ত্রণপত্র সংগ্রহ করা যায়। ভিসা পাওয়ার পর বিমান ও হোটেল বুকিং নিশ্চিত করতে হয়। 

মেলার সময়কাল সাধারণত ২ থেকে ৫ দিন হয়ে থাকে। বড় মেলাগুলো, যেমন চায়না হাই‑টেক ফেয়ার, চার থেকে পাঁচ দিন চলে। শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য সবচেয়ে সুবিধাজনক সময় হলো অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে। এই সময় বিমান ভাড়া তুলনামূলক কম থাকে এবং মেলার আয়োজনও এই সময় বেশি হয়।

এসব মেলায় অংশগ্রহণ করলে দর্শনার্থীরা নতুন প্রযুক্তি ও উদ্ভাবন দেখা ছাড়াও, ব্যবসার নতুন বাজার বিশ্লেষণ, পণ্য উন্নয়ন এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক গড়ার সুযোগ পায়। মেলা শেষে শিক্ষার্থীরা ফিরে আসেন নতুন ধারণা ও গবেষণার আইডিয়া নিয়ে আর ব্যবসায়ীরা নতুন প্রোডাক্ট বা প্রযুক্তি ব্যবসায় অন্তর্ভুক্ত করার সুযোগ পান।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর