Logo

প্রযুক্তি

অ্যামাজন অ্যালেক্সায় যুক্ত হয়েছে এআই ক্ষমতা

Icon

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৭:৩২

অ্যামাজন অ্যালেক্সায় যুক্ত হয়েছে এআই ক্ষমতা

বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন নিউইয়র্কে তাদের ফ্ল্যাগশিপ হার্ডওয়্যার ইভেন্টে উন্মোচন করেছে সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ইকো ডিভাইস এবং উন্নত রিং ক্যামেরা। এবারের আয়োজনে অ্যামাজন চারটি নতুন ইকো মডেল বাজারে আনার ঘোষণা দিয়েছে। পাশাপাশি নিরাপত্তা প্রযুক্তিতে যুক্ত হয়েছে একেবারে নতুন ধাপের রিং ক্যামেরা, যা শুধু ভিডিও ধারণই করবে না, বরং এআই এর সাহায্যে নিজে থেকেই চিনতে ও প্রতিক্রিয়া করবে।

অ্যামাজনের নতুন ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সা প্লাস (Alexa+) আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি উন্নত। এটি ব্যবহারকারীর সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারে, পরিচিত মুখ চিনতে পারে এবং বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে রিং ক্যামেরার সাথে সমন্বয় করে কাজ করে। ইকো সিরিজের নতুন ডিভাইসগুলো ইকো ডট ম্যাক্স, ইকো স্টুডিও, ইকো শো ৮ এবং ইকো শো ১১ সবকটিতেই ব্যবহার করা হয়েছে বিশেষ এজেড৩ ও এজেড৩ প্রো চিপ, যার ফলে দ্রুততর ও শক্তিশালী এআই প্রসেসিং সম্ভব হচ্ছে। ইকো ডট ম্যাক্সে যুক্ত করা হয়েছে উন্নত বেস ও স্পেশাল অডিও প্রযুক্তি, যা ব্যবহারকারীদের হোম থিয়েটারের মতো অভিজ্ঞতা দেবে। অপরদিকে ইকো স্টুডিও আগের চেয়ে প্রায় ৪০ শতাংশ ছোট হলেও সাউন্ড কোয়ালিটিতে কোনো ধরনের ছাড় দেয়া হয়নি।

বাড়ির নিরাপত্তায় বিপ্লব আনতে অ্যামাজন এবার বাজারে এনেছে এই নতুন ধাঁচের রিং ক্যামেরা। প্রথমবারের মতো ৪কে (4K) মানের ক্যামেরার পাশাপাশি যুক্ত হয়েছে বিশেষ রেটিনাল ভিশন। এছাড়া নতুন ক্যামেরায় থাকছে অ্যালেক্সা প্লাস গ্রিটিংস সুবিধা, যার মাধ্যমে দরজায় কেউ এলে ক্যামেরা নিজেই তাদের সাথে কথা বলতে পারবে। শুধু তাই নয়, ফ্যামিলিয়ার ফেসেস প্রযুক্তি ব্যবহার করে ক্যামেরা পরিচিত মুখ চিনতে পারবে। আর সার্চ পার্টি সুবিধার মাধ্যমে আশপাশের ক্যামেরার ফুটেজ ব্যবহার করে হারিয়ে যাওয়া পোষাপ্রাণীও খুঁজে বের করা সম্ভব হবে।

রিং ক্যামেরার দাম শুরু হচ্ছে ৫৯ দশমিক ৯৯ ডলার থেকে, আর সর্বোচ্চ দাম ধরা হয়েছে ৪৯৯ দশমিক ৯৯ ডলার। নতুন ইকো ডিভাইস ও রিং ক্যামেরা আগামী ২৯ অক্টোবর থেকে বাজারে আসবে। ইকো শো সিরিজ পাওয়া যাবে ১২ নভেম্বর থেকে। অ্যামাজন প্রাইম গ্রাহকরা বিনামূল্যে অ্যালেক্সা প্লাস ব্যবহার করতে পারবেন, অন্যদের জন্য নির্ধারিত হয়েছে মাসিক ১৯ দশমিক ৯৯ ডলার ফি।


তথ্যসূত্র: অ্যামাজন প্রেস ইভেন্ট ও আন্তর্জাতিক প্রযুক্তি সংবাদমাধ্যম।

ডিআর/এমএন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর