উইকিপিডিয়ার বিরুদ্ধে গ্রোকিপেডিয়া, সত্য সন্ধানে কৃত্রিম বুদ্ধিমত্তার ঝড়

প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৮:২২
-68dd1d053d98c.png)
বিশ্ব প্রযুক্তি অঙ্গন আবারও কাঁপিয়ে দিয়েছেন এলন মাস্ক। সম্প্রতি তিনি ঘোষণা করেছেন এক্সএআই এর অধীনে একটি নতুন প্রকল্প গ্রোকিপেডিয়া প্রকাশ করবেন যা পক্ষপাতদুষ্ট তথ্যের বিরুদ্ধে সত্য ভিত্তিক এনসাইক্লোপিডিয়া হিসেবে উঠে আসবে। তিনি বলেন 'উইকিপিডিয়ার পক্ষপাত ও ভুল তথ্যের যুগ শেষ, সত্যের সন্ধানেই আমাদের এই মিশন'
মাস্কের এই ঘোষণা মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এআই ও ক্রিপ্টো বিভাগের প্রধান ডেভিড স্যাক্সের সরাসরি সমর্থনে এসেছে। স্যাক্স অভিযোগ করেন উইকিপিডিয়া আজ বামপন্থী সক্রিয় কর্মীদের হাতে অত্যন্ত পক্ষপাতদুষ্ট একটি প্ল্যাটফর্ম। তিনি বলেন এটি শুধু পাঠকদের নয় এআই উন্নয়ন ও গবেষণার ক্ষেত্রেও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ বিষয়ে উইকিপিডিয়ার সহ প্রতিষ্ঠাতা ল্যারি স্যাঙ্গারও গত কয়েক বছর ধরে আলোচনায় রয়েছেন যিনি স্পষ্টভাবে বলেন- উইকিপিডিয়া তার নিরপেক্ষ নীতিমালা পরিত্যাগ করেছে।
এক্সএআই এর গ্রোকিপেডিয়া প্রকল্পের লক্ষ্য হচ্ছে গ্রোক এআই এর সাহায্যে পক্ষপাত ভুল ও বিভ্রান্তিকর তথ্য চিহ্নিত করে সিনথেটিক কারেকশন অনুবাদ ও সম্পাদনা সাধন করা। এতে তথ্য উৎস হিসেবে ব্যবহার হবে উইকিপিডিয়া বই ও অন্যান্য অনলাইন উৎস। এর ফলস্বরূপ পাঠকের সামনে আসবে আরও নির্ভুল ও নিরপেক্ষ তথ্যভান্ডার।
যদিও গ্রোকিপেডিয়া ও গ্রোক এআই ইতিমধ্যে কন্টেন্ট মডারেশন নিয়ে প্রশ্নের মুখে পড়েছে। তবে মাস্ক জানিয়েছেন প্রযুক্তির উন্নতির মধ্য দিয়েই সব ভুলের সংশোধন করা হবে।
তথ্যসূত্র: টাইমস অফ ইন্ডিয়া
ডিআর/এমএন