-68de4ce50591a.png)
মাত্র ১০০ ডলারে গুগল হোম স্পিকার এবং জেমিনাই ভিত্তিক নতুন স্মার্ট হোম প্ল্যাটফর্মের ঘোষণা দিয়ে গুগল নতুন যুগের স্মার্ট হোম অভিজ্ঞতার সূচনা করেছে । ২০২৬ সালের মাঝামাঝি এই স্পিকার বাজারে আসবে, আর জেমিনাই থাকবে প্রতিটি আধুনিক হোম ডিভাইসে ।
হোম স্পিকারের নতুনত্ব
নতুন গুগল হোম স্পিকারে থাকছে ৩৬০ ডিগ্রি অডিও, রঙিন লাইট রিং যা বুঝিয়ে দেবে কখন জেমিনাই শুনছে, ভাবছে বা উত্তর দিচ্ছে। এটি জেড, বেরি, পর্সেলিন ও হ্যাজেল এই চার রঙে পাওয়া যাবে । এটি গুগলের এই প্রথম স্মার্ট স্পিকার যা ডিজাইন ও প্রযুক্তিতে অ্যাপল হোমপড মিনিকে টক্কর দেবে । স্পিকারের পাশে থাকবে মাইক মিউটের সুইচ, হোম থিয়েটার বা মাল্টিরুম অডিওর জন্য একাধিক স্পিকার পেয়ার করা যাবে ।
স্মার্ট হোমে জেমিনাই
গুগল অ্যাসিস্ট্যান্টের স্থলে এবার জেমিনাই আসছে স্পিকারে , যা ব্যবহারকারীর ভাষা ও প্রসঙ্গ বুঝে একটানা, সহজ কথোপকথন চালাতে পারবে। গুগল হোম প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিলে পাওয়া যাবে জেমিনাই লাইভ যেখানে কোনও ওয়েক-ওয়ার্ড ছাড়াই কথোপকথন সম্ভব হবে।
সাবস্ক্রিপশনে পরিবর্তন
আগের নেস্ট অ্যাওয়ার এর স্থানে এবার গুগল হোম প্রিমিয়াম যার স্ট্যান্ডার্ড প্ল্যান মাসে ১০ ডলার ও অ্যাডভান্সড প্ল্যান মাসে ২০ ডলার । এতে ভিডিও হিস্ট্রি সার্চ, হোম ব্রিফ রিক্যাপ, স্মার্ট ক্যামেরার বিস্তারিত বিবরণ সবকিছুতেই থাকবে এআই এর সুবিধা।
সূত্র:phonearena
ডিআর/এমএন