Logo

প্রযুক্তি

সাইবারট্রাক নতুন মামলার মুখোমুখি

Icon

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৯:৩৭

সাইবারট্রাক নতুন মামলার মুখোমুখি

নভেম্বর ২০২৪ এ আমেরিকার ক্যালিফোর্নিয়ার পিয়েডমন্ট শহরে টেসলা সাইবারট্রাক এর দুর্ঘটনায় তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু নিয়ে আদালতে আবার নতুন করে মামলা করা হয়েছে। ভুক্তভোগীদের পরিবার অভিযোগ করেছে, গাড়িটির দরজার ডিজাইনের এত বড় ভুল ছিল যে আগুন লাগার পর যাত্রীরা গাড়ি থেকে বের হতে পারেনি। সাইবারট্রাকের দরজা খোলার জন্য শুধু বাইরের গ্লাসের নিচে থাকা বাটন ব্যবহার করতে হয় আর পেছনের আসনের ম্যানুয়াল রিলিজের অবস্থান বোঝা যায় না, ফলে জরুরি পরিস্থিতিতে দরজা খোলা কঠিন হয়ে যায়। এই অভিযোগ নিয়ে আমেরিকার ফেডারেল সংস্থাও তদন্ত শুরু করেছে।

টেসলা ইতোমধ্যে কয়েকবার সাইবারট্রাকের দরজা, বাহ্যিক প্যানেল ও নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি স্বীকার করে রিকল (Recall) করেছে, অর্থাৎ বিক্রেতাদের কাছ থেকে গাড়ি ফেরত নিয়েছে। সবচেয়ে বড় রিকল হয়েছে মার্চ ২০২৫ এ, টেসলাকে  ৪৬,০৯৬টি গাড়ি ফেরত নিতে হয়েছে। টেসলার প্রধান ডিজাইনার বলেছেন, দরজা খুলতে ইলেকট্রনিক ও ম্যানুয়াল রিলিজ একসাথে করার নতুন ব্যবস্থা শীঘ্রই আসছে।

টেসলার বিরুদ্ধে মামলায় বলা হয়, এতবড় কোম্পানি হয়েও তারা যাত্রীদের সুরক্ষার মৌলিক নিয়ম মানেনি। আগুন ও দুর্ঘটনার সময় যাত্রী আটকে প্রাণ হারিয়েছে। এমনকি পেছনের স্টেইনলেস স্টিলের দরজা আর শক্ত আর্মার গ্লাস উদ্ধারকারীদের ভেতরে প্রবেশ কঠিন করে তুলেছে।

অসংখ্য অভিযোগ, তদন্ত ও মামলা চলায় আশা করা যাচ্ছে, টেসলা সাইবারট্রাকের নিরাপত্তা আরও উন্নত হবে, যাত্রীদের জীবনের ঝুঁকি কমবে, এবং ভবিষ্যতে যেকোনো নতুন গাড়ি তৈরিতে এই সমস্যা থেকে শিক্ষা নেবে।


সূত্র: canalcarro

ডিআর/এমএন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর