Logo

প্রযুক্তি

পিছিয়ে পড়ছে আইফোন এয়ার

Icon

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১১:১৯

পিছিয়ে পড়ছে আইফোন এয়ার

সংগৃহীত

অ্যাপলের নতুন আইফোন ১৭ সিরিজের মোবাইল বাজারে আসার পর থেকেই চাহিদা বেড়েছে। বিশেষ করে আইফোন ১৭ প্রো ম্যাক্স  এবং আইফোন ১৭ প্রো মডেলের চাহিদা গত বছরের আইফোন ১৬ সিরিজের চেয়ে বেশি দেখা যাচ্ছে।

ক্রেতারা প্রি-অর্ডার করেছে রেকর্ড সংখ্যায়। অনেক স্টোরে এসব মডেল  সোল্ড আউট (Sold Out) হয়ে গেছে। কিন্তু ফিচার অনুযায়ী দাম বেশি হওয়ার কারণে আইফোন এয়ার মডেলটি বিক্রির দিক থেকে কিছুটা পিছিয়ে রয়েছে। প্রাথমিক পর্যায়ে এয়ার মডেলের চাহিদা কম হলেও, কিছু দিনের মধ্যে চিত্র পরিবর্তন হতে পারে বলে ধারণা করছে অ্যাপেল।

বিশ্লেষকরা বলছেন, নতুন ডিজাইন, উন্নত ক্যামেরা এবং ফুল ডিসপ্লের জন্য এবার আইফোন ১৭ মডেলের চাহিদাও অনেক বৃদ্ধি পেয়েছে। অ্যাপল কোম্পানি এখন উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে, যাতে সবাই শীতের মৌসুমে নতুন ফোনের উষ্ণতা অনুভব করতে পারে।

সূত্র : 91mobiles

ডিআর/এমএন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর