গুগল ফটোসে নতুন এআই ফিচার 'আস্ক ফটোস' যুক্ত হচ্ছে

প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১২:২৯
-68e361e4e5f64.png)
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
গুগল ফটোস অ্যাপে এআই চালিত নতুন 'আস্ক ফটোস' (Ask Photos) ফিচার যোগ হচ্ছে, যার মাধ্যমে এখন স্বাভাবিক বাংলায় বা ইংরেজি ভাষায় প্রশ্ন করলেই ছবি, তথ্য সার্চ করা সম্ভব হবে। এই ফিচারটি জেমিনাইয়ের উন্নত এআই মডেলের সাহায্যে ছবি বিশ্লেষণ করে। তাই ছবির সময়, বিষয়, অবজেক্ট, এমনকি ছবির ভেতরের লেখাও বুঝতে পারে। ফলে আরও দ্রুত এবং সঠিকভাবে প্রয়োজনীয় ছবি বা তথ্য পাওয়া যায়।
শুধু ছবি খোঁজাই নয়, আস্ক ফটোস অ্যাপ গ্রাহকদের ভ্রমণের হাইলাইট বেছে নিতে, ছবির ক্যাপশন সাজেশন করতে, এমনকি এডিটিংয়ের কাজেও সহায়ক ভূমিকা রাখছে। ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে, তাই সকলের জন্য একসঙ্গে চালু হচ্ছে না। ধাপে ধাপে বিভিন্ন দেশ ও অঞ্চলে রোলআউট করা হচ্ছে।
শুরুর দিকে যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা এই সুবিধা পাচ্ছেন। অ্যাপে অপ্ট-ইন করলে সার্চ ট্যাবের বদলে একটি নতুন আস্ক ট্যাব দেখা যাবে। আবার চাইলে আগের ক্ল্যাসিক সার্চ ব্যবস্থায়ও ফিরে যাওয়া যাবে।
এছাড়াও, গুগল ফটোসে এআই ভিত্তিক ভয়েজ এডিট সুবিধা আসছে, যেখানে টেক্সট বা ভয়েস কমান্ডে ছবি এডিট করা যাবে। আরও স্বচ্ছতার জন্য এআই এডিটেড ছবিতে সিটুপিএ কনটেন্ট ক্রেডেনশিয়ালস (C2PA Content Credentials) সাপোর্টও যোগ হচ্ছে, যা প্রথমে কিছু এলাকায় ও নির্দিষ্ট ডিভাইসে চালু হবে।
এই সব নতুন ফিচারের মাধ্যমে গুগল ফটোস ব্যবহারকারীরা আরও সহজে, দ্রুত ও স্মার্ট উপায়ে তাদের ছবি খুঁজতে এবং এডিট করতে পারবেন।
সূত্র: blog.google
ডিআর/এমএন