-68e4ae447cbf2.png)
টেক দুনিয়ার সবচেয়ে আলোচিত আয়োজন ‘টেক উইক ২০২৫’ ইভেন্টটি চলতি বছরে কয়েকটি বড় শহরে বিভিন্ন তারিখে অনুষ্ঠিত হচ্ছে। সান ফ্রান্সিসকোতে শুরু হয়েছে ৬ অক্টোবর এবং চলবে ১২ অক্টোবর পর্যন্ত। নিউ ইয়র্কে আয়োজন হয়েছিল ২ জুন থেকে ৮ জুন। লস এঞ্জেলেসে শুরু হবে ১৩ অক্টোবর এবং শেষ হবে ১৯ অক্টোবর।। এই আয়োজনে এআই, ফিনটেক, সাস, ওয়েব থ্রি, ক্লাউড, ডেভঅপ্স, সাইবার সিকিউরিটি, এবং গ্লোবাল টেক-ট্রেন্ড সবকিছু চলে এসেছে এক ছাদের নিচে ।
সান ফ্রান্সিসকোর টেক উইকে হাজারো ওয়ার্কশপ, টাইম সেন্সিটিভ হ্যাকাথন, পিচ নাইট, স্টার্টআপ ডিনার ও ফাউন্ডার ইনভেস্টর নেটওয়ার্কিং সেশনের আয়োজন হয়। অংশ গ্রহনে আছে AWS, IBM, Databricks, Atlassian, Deel, HSBC, Vercel-এর মতো টেক জায়ান্ট ও বিশ্বখ্যাত ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম। বিশ্লেষকরা বলছেন এবারের টেক উইকের প্রধান আকর্ষণীয় বিষয় প্রযুক্তি নিরাপত্তা, ডিসেন্ট্রালাইজড টিম ওয়ার্ক, এবং এআই।
টেক উইক ২০২৫ এ শুধু বড় কোম্পানি নয়, স্টার্টআপ থেকে শুরু করে তরুণ ফাউন্ডার, বিনিয়োগকারী ও প্রকৌশলী পাচ্ছে নতুন উদ্ভাবনী ভাবনা, নেটওয়ার্ক ও কাজের সুযোগ। অ্যান্ড্রেসেন হরোভিট্জ (Andreessen Horowitz, সংক্ষেপে a16z)-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই উৎসব দিন দিন পরিনত হচ্ছে বিশ্ব টেক কমিউনিটির মিলনমেলায়।
এই আয়োজন প্রমাণ করেছে, প্রযুক্তির ভবিষ্যত গড়ার জন্য শুধু আইডিয়া নয়, দরকার সকলের মিলিত উদ্ভাবন, আলোচনা ও শেয়ারিংয়ের উন্মুক্ত প্ল্যাটফর্ম। আর তাই, সবার চোখ এখন টেক উইক ২০২৫ এর দিকেই।
সূত্র : tech-week.com
ডিআর/এমএন