বছর শেষে টেক জায়ান্টদের আন্তর্জাতিক যত ইভেন্টস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৩:৩৮
-68e4c374b5065.png)
সংগৃহীত
২০২৫ সালের নভেম্বর ও ডিসেম্বর মাস গ্লোবাল প্রযুক্তি অঙ্গনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এ সময়ে বিশ্বের বড় টেক জায়ান্ট এবং শীর্ষ ইঞ্জিনিয়ার, উদ্যোক্তা ও বিশেষজ্ঞেরা একাধিক আন্তর্জাতিক সম্মেলন ও সামিটে অংশ নিতে যাচ্ছেন। নতুন উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, ডিজাইন, সাইবার সিকিউরিটি, এবং হেলথটেকের মতো খাতে বিনিয়োগের যুগান্তকারী প্রস্তুতি চলছে। বাংলাদেশের খবরের টেক প্রেমী পাঠকদের জন্য এক নজরে রইল এবছরের শেষ টেক ইভেন্টগুলোর তথ্য ও বিবরণ।
ওয়েব সামিট ২০২৫
বিশ্ব প্রযুক্তি অঙ্গনের অন্যতম বৃহৎ ইভেন্ট 'ওয়েব সামিট ২০২৫' আগামী ১০-১৩ নভেম্বর পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত হচ্ছে। এখানে বিশ্বের শীর্ষ উদ্যোক্তা, প্রযুক্তিবিদ ও বিনিয়োগকারীরা অংশ নেবেন। থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, স্টার্ট-আপের ভবিষ্যৎ, ফিনটেক, নিরাপত্তা ও নবীন উদ্ভাবনের আলোচনা। প্রযুক্তিগত নেটওয়ার্কিংয়ের জন্যও এটি বিনিয়োগকারীদের প্রধান গন্তব্য। হাজার হাজার প্রফেশনাল এবং কোম্পানির সরাসরি অংশগ্রহণ এই ইভেন্টকে বৈশ্বিক টেক ক্যালেন্ডারের শীর্ষে রেখেছে।
বিস্তারিত : websummit.com
মাইক্রোসফট টেককন ৩৬৫
যুক্তরাষ্ট্রের ডালাসে ৩-৭ নভেম্বর আয়োজিত হচ্ছে 'মাইক্রোসফট টেককন ৩৬৫'। এই ইভেন্টে মাইক্রোসফট ৩৬৫, এজিউর, ক্লাউড, কো-পাইলট ও নতুন এআই প্রযুক্তির সমন্বয়ে বিভিন্ন ওয়ার্কশপ ও আলোচনার আয়োজন থাকবে। সফটওয়্যার ডেভেলপার, আইটি পেশাজীবী ও কর্পোরেটরা এই আয়োজনে অংশগ্রহণ করে এন্টারপ্রাইজ প্রযুক্তির সর্বশেষ আপডেট ও দক্ষতা গ্রহণের সুযোগ পাবেন।
বিস্তারিত : techcon365.com
কিউকন সান ফ্রান্সিসকো
১৭-২১ নভেম্বর সান ফ্রান্সিসকোতে 'কিউকন সান ফ্রান্সিসকো' সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের অগ্রগতি ও প্রযুক্তি প্রদর্শনের গুরত্বপূর্ণ মঞ্চ। এখানে নেতৃস্থানীয় টেক কোম্পানি, বিশেষজ্ঞ ও উদ্ভাবকরা প্র্যাকটিক্যাল সফ্টওয়্যার ডিজাইন, ক্লাউড আর্কিটেকচার, ডেভঅপ্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর বিস্তৃত আলোচনা করবেন। এই আয়োজনের মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা কাজের অভিজ্ঞতা ও নেটওয়ার্কিংয়ের মধ্য দিয়ে নতুন দৃষ্টিভঙ্গি উন্মোচন করতে পারেন।
বিস্তারিত : qconsf.com
লাইভ ৩৬০
ফ্লোরিডার অরল্যান্ডোতে ১৬-২১ নভেম্বর 'লাইভ ৩৬০' ইভেন্টের আয়োজন হতে যাচ্ছে। আয়োজনে সফ্টওয়্যার ডেভেলপমেন্ট, ডেস্কটপ, ওয়েব, মোবাইল, ক্লাউড, সাইবার সিকিউরিটি এবং এআই ভিত্তিক বিভিন্ন ট্র্যাকে শতাধিক ওয়ার্কশপ ও টেক টিউটোরিয়াল হবে। আন্তর্জাতিক স্তরের ইঞ্জিনিয়ার ও আইটি প্রফেশনালদের অংশগ্রহণে এই সম্মেলন শিক্ষণীয় উপস্থাপনা ও নেটওয়ার্কিংয়ের জন্য বিখ্যাত।
বিস্তারিত : live360events.com
সফ্টওয়্যার আর্কিটেকচার গ্যাদারিং
২৪-২৭ নভেম্বর জার্মানির বার্লিনে 'সফ্টওয়্যার আর্কিটেকচার গ্যাদারিং' অনুষ্ঠিত হবে। সফ্টওয়্যার আর্কিটেকচার, ডিজাইন প্যাটার্ন ও এন্টারপ্রাইজ আইটি প্রসঙ্গে আন্তর্জাতিক বিশেষজ্ঞেরা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল শেয়ার করবেন। ছোট বড় সকল প্রতিষ্ঠানই এই সম্মেলনে তাদের কৌশল ও উন্নয়নের অভিজ্ঞতা বিনিময় করতে পারবে।
বিস্তারিত : sag2025.oose.de/en/
ইউওয়াইও মেলবোর্ন
অস্ট্রেলিয়ার মেলবোর্নে ৩-৫ ডিসেম্বর 'ইউওয়াইও মেলবোর্ন' অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং, এআই এবং ইন্ডাস্ট্রির সর্বশেষ টেক ট্রেন্ড নিয়ে আলোচনা হবে। আন্তর্জাতিক বক্তা ও বিশেষজ্ঞেরা নতুন সমস্যার সমাধান এবং উদ্ভাবনী আইডিয়া শেয়ার করবেন।
বিস্তারিতবিস্তারিত : yowconference.com/melbourne
সাইট টেক গ্লোবাল
৯-১০ ডিসেম্বর অনলাইনে 'সাইট টেক গ্লোবাল' অনুষ্ঠিত হবে। এখানে আলোচনার মূল বিষয় হচ্ছে এআই ও অ্যাক্সেসিবিলিটি টেকনোলজি, বিশেষ করে ভিশন ইম্পেয়ার্ড ও ডিসএবিলিটি টেকের আধুনিক সমাধান। নতুন উদ্ভাবন এবং রিসার্চের আপডেট পেতে টেক কমিউনিটির সবার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।
বিস্তারিত : sighttechglobal.com
ইউওয়াইও সিডনি
১০-১২ ডিসেম্বর সিডনিতে 'ইউওয়াইও সিডনি' ইভেন্ট হবে। সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডিজাইন ও কনসালটিং নিয়ে আন্তর্জাতিক মানের বক্তারা নেতৃত্ব দেবেন। এর একাধিক সেশনে বর্তমান ও ভবিষ্যৎ সফ্টওয়্যার টেকনোলজির চ্যালেঞ্জ, নিরাপত্তা ও ব্যাবহারিক দিক উঠে আসবে।
বিস্তারিত : yowconference.com/sydney
ইউএক্স হেলথকের সিঙ্গাপুর
১০-১২ ডিসেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে 'ইউএক্স হেলথকের সিঙ্গাপুর'। স্বাস্থ্য প্রযুক্তিতে ব্যবহারকারী অভিজ্ঞতা, ডিজাইন ইনোভেশন ও স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ডিজিটাল সলিউশন এসবই এই কনফারেন্সের মূল আলোচ্য বিষয়। ডিজাইনার, ডাক্তার ও টেকস্পেশালিস্টদের জ্ঞানের বিনিময়ে নতুন ট্রেন্ড ও উদ্ভাবন উঠে আসবে এই আয়োজনে।
বিস্তারিত : uxhealthcare.co/singapore
এমএন