Logo

প্রযুক্তি

নতুন প্রজন্মের টেসলা গাড়ির জন্য এফএসডি ভি১৪ আপডেট

Icon

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ২০:৪৬

নতুন প্রজন্মের টেসলা গাড়ির জন্য এফএসডি ভি১৪ আপডেট

প্রযুক্তি প্রেমীদের জন্য বড় খবর টেসলা তাদের নতুন এআই চালিত গাড়িগুলোর জন্য এফএসডি অর্থাৎ ফুল সেল্ফ-ড্রাইভিং ভি১৪ সফটওয়্যার আপডেট চালু করেছে। তবে এই উন্নত ফিচার আপাতত শুধুমাত্র নতুন জেনারেশনের (AI৪/Hardware ৪) গাড়িতে পাওয়া যাবে।

এই এফএসডি ভি১৪ সফটওয়্যার আপডেটে যুক্ত হয়েছে স্মার্ট স্বয়ংক্রিয় ড্রাইভিং, রোবোট্যাক্সি টেকনোলজি এবং আরও উন্নত সেন্সিং সিস্টেম।  এতে টেসলার সফটওয়্যার ইঞ্জিনিয়াররা নতুন অ্যালগরিদম যোগ করে গাড়ি চালানোর নিরাপত্তা ও দ্রুততা নিশ্চিত করার চেষ্টা করেছেন। এখন গাড়ির ইউজার ইন্টারফেস আর স্মার্ট হয়েছে রাস্তায় চিহ্নিতকরণ, ট্রাফিক রুলস পালন, রুট পার্সিংসহ অত্যাধুনিক সব সুবিধা পাওয়া যাবে এই ভার্সনে।

এই আপডেট প্রথমে সীমিত ব্যবহারকারীদের জন্য রোলআউট হচ্ছে, ভবিষ্যতে ধাপে ধাপে সব এআই ৮ গাড়িতেই পাওয়া যাবে। যারা এই ফিচার পাবেন, তারা টেসলা অ্যাপে নোটিফিকেশন ও রিলিজ নোটস দেখে নতুন সুবিধাগুলো সহজেই বুঝতে পারবেন।

উত্তর আমেরিকা ও ইউরোপের বেশ কিছু নতুন টেসলা গাড়িতে আপডেটটি এসেছে, কিছু দিনের মধ্যে অন্য অঞ্চলগুলোতেও এটি পৌঁছে যাবে।

 এফএসডি ভি১৪ আপডেট গাড়ির এক নতুন যুগের সূচনা বলে দাবী টেসলার।

ডিআর/এমএন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর