-68e9e7ba8927f.png)
এআই দুনিয়ায় আবারও আলোড়ন তুলেছে ওপেন এআইয়ের সোরা ২ (Sora 2)। স্মার্টফোনে ভিডিও তৈরি করা এখন আরও সহজ আপনি যা কল্পনা করতে পারবেন তাই শুধু লিখে দিয়ে ভিডিও রূপান্তর করতে পারবেন। সাথে থাকবে বাস্তব সম্মত অডিও। আর এই সবকিছু তৈরি হবে মুহূর্তেই।
সোরা ২ হলো জেনারেটিভ এআই ভিডিও এবং অডিও মডেল। মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা টেক্সট প্রম্পট দিলে মুহূর্তেই তৈরি হয়ে যাবে আকর্ষণী ভিডিও।
এই নতুন ভার্সনে আছে ক্যামিও (Cameo) নামের ফিচার যার মাধ্যমে নিজের ছবি বা ভিডিও, এমনকি প্রিয় মানুষ বা প্রাণীকে এআই ভিডিওর মধ্যে স্থান দেয়া যাবে। শুধু তাই নয়, ডায়ালগ, সাউন্ড ইফেক্ট আর লিপ সিঙ্কিং সবই হবে আরও রিয়েলিস্টিক। ভিডিওর একেকটি এঙ্গেল, বস্তুর ভর কিংবা লোকেশন পরিবর্তন সবকিছু নিয়ন্ত্রণ করা যাচ্ছে আগের চেয়ে অনেক বেশি নিখুঁতভাবে।
শুধু কনটেন্ট ক্রিয়েটরের জন্য নয়, সোরা ২ স্কুল, মার্কেটিং কিংবা পেশাগত কাজেও ব্যবহার করা যাবে। ব্যক্তির অনুমতি ছাড়া কোনো ক্যামিও যুক্ত করা যাবে না বলে ডিপফেকের ঝুঁকি কম।
অ্যাপটি আপাতত আমেরিকা ও কানাডাতে ইনভাইট অনলি (Invite Only) মুডে আইওএসে (iOS) ব্যবহার করা যাচ্ছে। অ্যান্ড্রয়েড ভার্সন আসছে শীঘ্রই। এই অভাবনীয় প্রযুক্তিতে কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ এখন সকলের হাতের মুঠোয়। সোরা ২ খুলে দিচ্ছে নতুন সম্ভাবনার দরজা।
সূত্র : higgsfield
ডিআর/এমএন