
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে স্যামসাং ইলেকট্রনিক্সের বিরুদ্ধে বিপুল অঙ্কের ক্ষতিপূরণের আদেশ দিয়েছে আদালত। গ্যালাক্সি স্মার্টফোন ও ল্যাপটপসহ বিভিন্ন ওয়্যারলেস ডিভাইসে পেটেন্ট চুরির অভিযোগে, একটি ফেডারেল জুরি স্যামসাংকে ৪৪৫.৫ মিলিয়ন ডলার জরিমানা গুণতে বলেছে।
নিউ হ্যাম্পশায়ারে প্রতিষ্ঠিত কলিশন কমিউনিকেশনস নামের কোম্পানিটি দাবি করেছে, স্যামসাং তাদের মালিকানাধীন চারটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি পেটেন্ট ব্যবহার করেছে। এই প্রযুক্তিগুলো ৪জি, ৫জি ও ওয়াইফাই নেটওয়ার্কের জন্য জরুরি।
জুরির রায়ে জানানো হয়েছে, স্যামসাংয়ের গ্যালাক্সি স্মার্টফোন, ল্যাপটপ ও অন্যান্য ওয়্যারলেস ডিভাইস এসব প্রযুক্তি অনুমতি ছাড়া ব্যবহার করেছে। কলিশন কমিউনিকেশনসের ভাষ্য, এই প্রযুক্তি উদ্ভাবন করেছে ডিফেন্স কোম্পানি বিএই সিস্টেমস, পরে এর পেটেন্ট কিনে নেয় কলিশন ।
স্যামসাং বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছে এবং তাদের মতে, সংশ্লিষ্ট পেটেন্টগুলো বৈধ নয় । আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, ক্ষতিপূরণের অর্থ রানিং রয়্যালটি হিসাবে গণ্য হবে, অর্থাৎ ভবিষ্যতে বিক্রি হওয়া প্রতি ডিভাইসের আয়ের একটা অংশ পাবে কলিশন কমিউনিকেশনস ।
এ রায়ের ফলে প্রযুক্তি অঙ্গনে আলোড়ন তৈরি হয়েছে। কারণ, মার্কিন আদালতে এর আগেও নানা পেটেন্ট মামলায় উল্লেখযোগ্য জরিমানার মুখোমুখি হয়েছে স্যামসাং। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকছে কোম্পানিটির।
সূত্র : microwavejournal
ডিআর/এমএন