মেটা ও ক্যানভা একসাথে আনছে যুগান্তকারী বিজ্ঞাপন প্ল্যাটফর্ম

প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৫:৩৮
-68ecc87a81846.png)
ছবি : বাংলাদেশের খবর গ্রাফিক্স
প্রযুক্তি জগতে নতুন চমক হিসেবে, মেটা এবং ক্যানভা হাত মিলিয়ে উপহার দিচ্ছে ডিজিটাল বিজ্ঞাপনে ভিন্নধর্মী প্ল্যাটফর্মের স্বাদ। এখন থেকে ছোট বড় সব ব্র্যান্ড কিংবা যে কেউ ক্যানভার তৈরি সহজ টুল দিয়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে আকর্ষণীয় বিজ্ঞাপন খুব কম সময়ে ডিজাইন ও প্রকাশ করতে পারবেন।
নতুন এই প্ল্যাটফর্মে থাকছে কাস্টমাইজড টেমপ্লেট, ভিডিও ও মিউজিক ব্যবহার, সহজে রিলস বা স্টোরি তৈরির চমৎকার সব সুবিধা। বিশেষ মেটা ডিজাইন চেক টুলের মাধ্যমে ব্যবহারকারীরা বিজ্ঞাপন পোস্টের আগে বিশেষজ্ঞের ফিডব্যাক ও প্রয়োজনীয় টিপস সংগ্রহ করতে পারবেন।
সব মিলিয়ে, সামাজিক মাধ্যমে ক্যাচি ও কার্যকর বিজ্ঞাপন তৈরিতে ডিজাইনার না হয়েও এখন যে কেউ হয়ে উঠতে পারবেন বিজ্ঞাপনের নায়ক আর এই পুরো অভিজ্ঞতা একাধিক প্ল্যাটফর্মেই সহজেই পাওয়া যাবে।
সূত্র : canva
ডিআর/এমএন