Logo

প্রযুক্তি

উইন্ডোজ ১০ : ঝুঁকিতে ৪০ কোটি কম্পিউটার

Icon

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৮:৩৬

উইন্ডোজ ১০ : ঝুঁকিতে ৪০ কোটি কম্পিউটার

ছবি: বাংলাদেশের খবর গ্রাফিক্স

আজ থেকে মাইক্রোসফটের জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ এর যাত্রা শেষ হলো। ১৪ অক্টোবর ২০২৫ থেকে এই অপারেটিং সিস্টেমের জন্য আর কোনো বিনামূল্যে সফটওয়্যার আপডেট, সিকিউরিটি প্যাচ কিংবা টেকনিক্যাল সহায়তা পাওয়া যাবে না। ফলে বিশ্বজুড়ে প্রায় ৪০ কোটি কম্পিউটার ইউজার ঝুঁকির মুখে পড়তে যাচ্ছেন।

কম্পিউটার কি বন্ধ হয়ে যাবে?

অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, সাপোর্ট শেষ হওয়া মানে কি কম্পিউটার আর চলবে না? উত্তর হলো- না।। আপনার উইন্ডোজ ১০ চালিত কম্পিউটার আগের মতোই চলবে। তবে বড় সমস্যা হচ্ছে নিরাপত্তা নিয়ে। সিকিউরিটি আপডেট না পাওয়ায় এসব কম্পিউটার সাইবার হামলা, ম্যালওয়্যার এবং হ্যাকারদের আক্রমণের সহজ শিকারে পরিণত হবে।

কতজন ক্ষতিগ্রস্ত হবেন?

২০২২ সালের এক গবেষণায় দেখা গেছে, উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের মধ্যে ৪৩ শতাংশের কম্পিউটার উইন্ডোজ ১১ চালানোর উপযুক্ত নয়। অর্থাৎ, এই বিশাল সংখ্যক ইউজার হয় পুরনো কম্পিউটার নিয়েই ঝুঁকি মেনে চলতে থাকবেন, নয়তো নতুন কম্পিউটার কিনতে বাধ্য হবেন।

ইউজারদের জন্য কী বিকল্প আছে?

মাইক্রোসফট ইউজারদের জন্য কয়েকটি সমাধান রেখেছে :

বিনামূল্যে উইন্ডোজ ১১ এ আপগ্রেড : যদি আপনার কম্পিউটার উইন্ডোজ ১১ চালানোর উপযুক্ত হয়, তাহলে বিনামূল্যে আপগ্রেড করে নিতে পারবেন।

এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেট প্রোগ্রাম : মাইক্রোসফট অ্যাকাউন্ট ব্যবহারকারীরা আরও এক বছর বিনামূল্যে সিকিউরিটি আপডেট পেতে পারেন এই বিশেষ প্রোগ্রামের মাধ্যমে।

নতুন কম্পিউটার কেনা : যাদের পুরনো কম্পিউটার উইন্ডোজ ১১ সাপোর্ট করে না, তাদের জন্য নতুন পিসি কেনাই একমাত্র সমাধান।

মজার ব্যাপার হলো, ২০১৫ সালে উইন্ডোজ ১০ লঞ্চের সময় মাইক্রোসফট বলেছিল এটিই হবে উইন্ডোজের শেষ ভার্সন। কিন্তু ছয় বছর পর ২০২১ সালে তারা উইন্ডোজ ১১ নিয়ে হাজির হয়।

বিশেষজ্ঞদের উদ্বেগ

প্রযুক্তি বিশেষজ্ঞরা এই পরিস্থিতিকে প্রোগ্রামড অবসোলেসেন্স বলে সমালোচনা করছেন। তাদের মতে, এটি ডিজিটাল বিভাজনকে আরও বাড়িয়ে দেবে। যারা নতুন কম্পিউটার কেনার সামর্থ্য রাখেন না, তারা ঝুঁকিপূর্ণ ভাবে কম্পিউটার ব্যবহার করতে বাধ্য হবেন।

উইন্ডোজ ১০ ছিল মাইক্রোসফটের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেমগুলোর একটি। এর বিদায় নিঃসন্দেহে লাখো ইউজারের কে বিপদের মুখে ঠেলে দিয়েছে। এখন সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার হয় নতুন প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে , নয়তো নিরাপত্তার ঝুঁকি মেনেই কাজ চালিয়ে যেতে হবে।

সূত্র : Tom's Guide

ডিআর/এমএন

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর