প্রথমবারের মত ব্রিটিশ সরকারের অনলাইন নিরাপত্তা আইন প্রয়োগ
 
						প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৬:০১
-68ee1f97613ea.png) 
					ছবি : বাংলাদেশের খবর গ্রাফিক্স
যুক্তরাজ্যে অনলাইন নিরাপত্তা আইন লঙ্ঘনের ঘটনায় প্রথমবারের মতো আলোচিত ফোরচ্যান (4chan) প্ল্যাটফর্মকে জরিমানা করেছে ব্রিটিশ সরকার। বিশ্বের জনপ্রিয় এই ইমেজবোর্ড ওয়েবসাইটের বিরুদ্ধে অভিযোগ তারা তাদের ওয়েবসাইটে অশালীন ও অবৈধ কনটেন্ট প্রকাশ ঠেকাতে ব্যর্থ হয়েছে, যার মধ্যে শিশু ও কিশোরদের জন্য ক্ষতিকর বহু কন্টেন্ট ছিল।
নতুন করে কার্যকর হওয়া অনলাইন নিরাপত্তা আইন অনুযায়ী ৪চ্যানকে কঠোর নজরদারিতে আনা হয়েছে। এই আইন প্রধানত সাইবারবুলিং, অপমানজনক কনটেন্ট আর অনলাইন অপরাধ ঠেকাতে প্রয়োগ করা হয়েছে।
৪চ্যানের বিরুদ্ধে পদক্ষেপের কারণে তাদের কনটেন্ট ফিল্টার করা, রিপোর্টিং সহজ করা এবং ব্যবহারকারীদের নিরাপত্তায় দ্রুত বিনিয়োগ বাড়াতে বলা হয়েছে। এই জরিমানার অঙ্ক বড় হলেও এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, তবে কর্তৃপক্ষের নজরে অনুরূপ অপরাধ হলে ভবিষ্যতে আরও কঠিন ব্যবস্থা নেয়া হতে পারে বলে জানানো হয়েছে।
বিশ্বজুড়ে শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা, তথ্যের স্বাধীনতা ও সুরক্ষার দৃষ্টান্ত গড়ল ব্রিটেনের এই কঠোর উদ্যোগ। প্রযুক্তি এবং ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য এটি সতর্কবার্তা হিসেবেই বিবেচিত হচ্ছে।
সূত্র : reuters
ডিআর/এমএন


 
			