Logo

প্রযুক্তি

উইন্ডোজ ১১ : নতুন আপডেট, নতুন ইকো সিস্টেম

Icon

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৫:৪৮

উইন্ডোজ ১১ : নতুন আপডেট, নতুন ইকো সিস্টেম

ছবি : বাংলাদেশের খবর গ্রাফিক্স

উইন্ডোজ ১১ সম্প্রতি নিরাপত্তা নিয়ে এনেছে ১১ : আপডেট, যার মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য ও অভিজ্ঞতা আগের চেয়ে আরো নিরাপদ হচ্ছে।

মাইক্রোসফট তাদের এই নতুন আপডেটে দিয়েছে কিছু অত্যাধুনিক ফিচার। স্মার্ট অ্যাপ কন্ট্রোল । এই প্রযুক্তি নিয়ে মাইক্রোসফট বলছে, অজানা বা সন্দেহজনক অ্যাপ চালু হওয়ার আগেই এটি ব্লক করে দেয়। ফলে ভাইরাস ও অন্যান্য ঝুঁকিপূর্ণ সফটওয়্যারের ভয় অনেকটাই কমবে। এমন ফিচার ইউজারদের নজর কেড়েছে।

নতুন আপডেটে নিরাপত্তার জন্য জোর দেওয়া হয়েছে সিকিউর বুট ও হার্ডওয়্যার ভিত্তিক আইসোলেশন ফিচারে। এতে তথ্য চুরি বা নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি কমবে বলে জানিয়েছে মাইক্রোসফট। সাথে রয়েছে আরও উন্নত মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস, যা আগের চাইতে দ্রুত ও কার্যকরভাবে আপনার ডিভাইস নিরাপদ রাখবে।

ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা নিশ্চিত করতে উইন্ডোজ ফায়ারওয়ালের আপডেটে অপ্রয়োজনীয় ও অবাঞ্ছিত ট্রাফিক ব্লক করা হয়েছে। পাশাপাশি ক্যামেরা, মাইক্রোফোন ও লোকেশন নিয়ন্ত্রণে রাখা যাবে নতুন প্রাইভেসি ড্যাশবোর্ড দিয়ে। হারিয়ে গেলে ডিভাইস খুঁজে পাওয়া বা ডেটা মুছে ফেলতে সাহায্য করবে ফাইন্ড মাই ডিভাইস অপশনটি।

অনলাইন নিরাপত্তার জন্য ব্যবহার করা যাবে পাসকি ও মাইক্রোসফট অথেন্টিকেটর। এগুলো ছাড়াও, ব্লুটুথ ও ওয়াই-ফাই সংযোগের নিরাপত্তা আরও শক্তিশালী হয়েছে। ওয়ানড্রাইভ ক্লাউডে ডেটাও থাকবে অধিক নিরাপদ। পরিবার ও শিশুদের জন্য এসেছে ফ্যামিলি সেফটি যাতে অনলাইন ব্রাউজিং এবং কনটেন্ট ফিল্টারিং সহজ হয়েছে।

তবে কিছু ব্যবহারকারী নিরাপত্তা আপডেট ইন্সটল করার সময় সমস্যার সম্মুখীন হয়েছেন বলে জানা গেছে, যেমন অডিও সমস্যা, ডেটা সিঙ্ক নিয়ে সমস্যা এবং কিছু জনপ্রিয় গেম ঠিকভাবে না চলার সমস্যা। মাইক্রোসফট এসব ত্রুটি সমাধানের জন্য কাজ করে যাচ্ছে এবং দ্রুত সমাধান আসবে বলে জানিয়েছে।

নতুন এই ফিচারগুলো আপনার উইন্ডোজ ১১ অপারেশন অভিজ্ঞতাকে আরও নিরাপদ, আধুনিক ও নিয়ন্ত্রণযোগ্য করবে বলে ঘোষণা মাইক্রোসফট।

সূত্র : Microsoft Windows Security Features press news

ডিআর/এমএন

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রযুক্তি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর