স্টারলিংকের ১০ হাজার স্যাটেলাইট আকাশে, আরও ৪২ হাজার পাঠানোর পরিকল্পনা

প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৪:০৩
-68f73e46575f0.png)
ছবি : বাংলাদেশের খবর গ্রাফিক্স
বিশ্ব ঘুরছে ভবিষ্যতের পথে আর সেই পথকে মসৃণ করে তুলছে স্টারলিংক। ইলন মাস্কের মহাকাশ কোম্পানি স্পেসএক্স সম্প্রতি তাদের ১০,০০০তম স্যাটেলাইট মহাকাশে পাঠিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। এদের মধ্যে প্রায় ১,৪০০টি এখন অকেজো বা নিষ্ক্রিয় হলেও, সক্রিয় স্যাটেলাইটগুলো মিলেই আজ পৃথিবীর সবচেয়ে বড় স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করেছে।
পৃথিবীর যেকোনো জায়গায় ইন্টারনেট
এই স্যাটেলাইটগুলো পৃথিবীর নিম্ন কক্ষপথে একসঙ্গে কাজ করে এমন এক নেটওয়ার্ক বানিয়েছে, যা পৃথিবীর প্রায় প্রতিটি প্রান্তে পাহাড়, সমুদ্র কিংবা মরুভূমিতে পর্যন্ত উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে সক্ষম। চমকপ্রদ বিষয় হলো কোনো মোবাইল টাওয়ার, ফাইবার অপটিক কেবল বা ল্যান্ডলাইন ছাড়াই ব্যবহার করা যায় স্টারলিংক। মাত্র একটি ছোট ডিশ অ্যান্টেনা আকাশের দিকে তাক করলেই দুনিয়া হাতের মুঠোয়।
গতি যেমন, কানেকশন তেমন
ইন্টারনেট স্পিডের দিক থেকেও স্টারলিংকের নাম এখন এক অনন্য উচ্চতায়। অধিকাংশ ব্যবহারকারী পাচ্ছেন ১০০ থেকে ২৫০ এমবিপিএস স্পিড আর বিজনেস সংস্করণে গতি ওঠে ৫০০ এমবিপিএস পর্যন্ত। লেটেন্সি বা ডিলে মাত্র ২০–৪০ মিলিসেকেন্ড, যা অনলাইন গেমার আর ভিডিও কল ব্যবহারকারীদের কাছে আশীর্বাদতুল্য।
মহাকাশে ভবিষ্যতের পরিকল্পনা
এখন পর্যন্ত স্টারলিংক মোট ১০,০৩৬টি স্যাটেলাইট পাঠিয়েছে এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (FCC) এর অনুমোদন নিয়ে ১২,০০০টি স্যাটেলাইট স্থাপনের প্রথম ধাপ সম্পন্ন করতে যাচ্ছে। তারা ইতোমধ্যেই এফসিসি এবং ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (ITU) এর কাছে ৪২,০০০ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন করেছে, যা অনুমোদিত হলে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় মহাকাশ ইন্টারনেট প্রকল্প।
প্রযুক্তিবিদরা একে নীরব বিপ্লব বললেও জ্যোতির্বিজ্ঞানীরা অবশ্য সতর্ক করছেন, এত বিপুল সংখ্যক স্যাটেলাইট মহাকাশে থাকা জ্যোতির্বিদ্যার পর্যবেক্ষণে বাধা সৃষ্টি করতে পারে বলে তারা সঙ্কিত। তবে প্রযুক্তিবিদরা বলছেন, এই প্রকল্প মানব সভ্যতার যোগাযোগ ইতিহাসে অনন্য সাফল্য।
সূত্র: theverge
ডিআর/এমএন