Logo

প্রযুক্তি

যুক্তরাজ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ

Icon

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৬:৫৫

যুক্তরাজ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ

শিশু-কিশোরদের অনলাইন সুরক্ষায় যুক্তরাজ্য এবার কঠোর হচ্ছে। দেশটির অনলাইন সেফটি বিল এখন কার্যকর পর্যায়ে চলে এসেছে যার ফলে এখন থেকে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে আইনি দায়বদ্ধতার মুখোমুখি হতে হবে।

যুক্তরাজ্যের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা অফকম সম্প্রতি পাঁচটি বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিরুদ্ধে কমপ্লায়েন্স নোটিশ জারি করেছে। এদের মধ্যে রয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক এবং মেটার ছবি শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। অভিযোগ, এই প্ল্যাটফর্মগুলো শিশু-কিশোরদের লক্ষ্য করে তৈরি ক্ষতিকর কন্টেন্ট রোধ করতে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।

নতুন এই আইনের মূল লক্ষ্য হলো শিশু ও কিশোরদের অনলাইনে নিরাপদ রাখা। সাইবার বুলিং, অশ্লীল কন্টেন্ট এবং মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন বিষয়বস্তু থেকে তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অফকমের এই সতর্কবার্তা মেনে না নিলে প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এমনকি বিপুল পরিমাণ জরিমানাও আরোপ করা হতে পারে। ডিজিটাল যুগে শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণে যুক্তরাজ্যের এই উদ্যোগ বৈশ্বিক পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হতে পারে। প্রযুক্তি কোম্পানিগুলো এখন বুঝতে পারছে যে, ব্যবহারকারীদের নিরাপত্তা উপেক্ষা করার সুযোগ আর নেই।

সূত্র: engadget.com

ডিআর/এমএন

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর