Logo

প্রযুক্তি

মুখোমুখি অ্যাপেল ভিশন প্রো-স্যামসাং গ্যালাক্সি এক্সআর

Icon

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ২০:২৯

মুখোমুখি অ্যাপেল ভিশন প্রো-স্যামসাং গ্যালাক্সি এক্সআর

স্যামসাং অফিসিয়ালি উন্মোচন করেছে তাদের নতুন মিক্সড রিয়েলিটি হেডসেট গ্যালাক্সি এক্সআর। গুগল এবং কোয়ালকমের সহযোগিতায় তৈরি এই অত্যাধুনিক ডিভাইসটি চলছে নতুন অ্যানড্রয়েড এক্সআর (Android XR) প্ল্যাটফর্মে এবং এতে যুক্ত হয়েছে গুগলের জেমিনাই (Gemini) এআই।

দামে কম, পারফরম্যান্সে শক্তিশালী  

গ্যালাক্সি এক্সআরের দাম ১ হাজার ৮০০ মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা। এটি অ্যাপল ভিশন প্রো'র ($৩,৪৯৯) তুলনায় প্রায় অর্ধেক দামে বাজারে এসেছে। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায় বিক্রি শুরু হলেও বিশ্বব্যাপী এর চাহিদা এখন তুঙ্গে।

এই হেডসেটের ওজন মাত্র ৫৪৫ গ্রাম যা ভিশন প্রো'র তুলনায় অনেক হালকা। ফলে দীর্ঘক্ষণ পরলেও ঘাড়ে বা কপালে কম চাপ লাগে। বিশেষভাবে ডিজাইন করা কুশন এবং মাথার পিছনের ব্যালান্সিং ফ্রেম ব্যবহারকারীর আরাম নিশ্চিত করে।

৪কে মাইক্রো ওএলইডি ডিসপ্লে ও শক্তিশালী চিপ  

স্যামসাং এর গ্যালাক্সি এক্সআরে আছে স্ন্যাপড্রাগন এক্সআর২ প্লাস জেন ২ চিপসেটসহ যা পারফরম্যান্সে এখন পর্যন্ত সবচেয়ে উন্নত। প্রতিটি চোখের জন্য আলাদা মাইক্রো ওএলইডি ডিসপ্লে যুক্ত করা হয়েছে, যার রেজ্যুলেশন ৩,৫৫২ x ৩,৮৪০ পিক্সেল। ফলে চিত্র আরও স্পষ্ট ও জীবন্ত দেখা যায়। রিফ্রেশ রেট সর্বোচ্চ ৯০ হার্জ এবং এতে রয়েছে ১৩টি সেন্সর যেগুলো হ্যান্ড ট্র্যাকিং, পাস–থ্রু ভিশন ও ইনসাইড‑আউট ট্র্যাকিং সাপোর্ট করে।

স্মার্ট কন্ট্রোল ও এআই সহকারী  

গ্যালাক্সি এক্সআরের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর জেমিনাই এআই ইন্টিগ্রেশন। চোখ বা হাতের ইশারায় মেনু ও অ্যাপ ওপেন করা যায় এবং কথা বললেই এআই কথা শুনে কাজ সম্পন্ন করে। প্রতিবার 'ওকে' বলার দরকার হয় না। এছাড়াও এতে রয়েছে আইরিস রিকগনিশন লগইন তাই বার বার পাসওয়ার্ড দেয়ার প্রয়োজন হয় না।

গুগল অ্যাপসের অভিজ্ঞতা নতুনভাবে  

গুগল ম্যাপস, ইউটিউব, ফটোসে এখন মিক্সড রিয়েলিটির জন্য নতুন সংস্করণে এসেছে। গুগল ম্যাপসে হাতের ইশারায় আপনি পৃথিবীর দৃশ্য জুম করতে পারবেন এবং টুডি ছবিকে থ্রিডি তে রূপান্তর করে স্থানের ভেতর ভ্রমণের অনুভূতি পাবেন। গুগল ফটোসের টুডি ছবিকে ক্লাউডের মাধ্যমে তিন স্তর বিশিষ্ট (foreground, midground, background) ইমারসিভ ভিউতে রূপান্তর করে দেখতে পারবেন। এটির জন্য ইউটিউব ৩৬০ ডিগ্রি ভিডিও এবং স্পেশাল ক্লিপে শিঘ্রই আসছে বিশেষ ৩৬০ ডিগ্রি ভিডিও কনটেন্ট ট্যাব।  

ব্যাটারি ও কানেকটিভিটি  

হেডসেটের ব্যাটারি প্যাক আলাদা এবং এটি প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা ভিডিও দেখার সুবিধা দেয়। ওয়াইফাই-৭ এবং ব্লুটুথ ৫.৪ যুক্ত থাকায় কানেক্টিভিটি যথেষ্ট নির্ভরযোগ্য। এক্সপ্লোরার প্যাকের সাথে স্যামসাং উপহার দিচ্ছে এক্সপ্লোরার প্যাক যাতে রয়েছে ১২ মাসের গুগল এআই প্রো, ইউটিউব প্রিমিয়াম, প্লে পাস এবং এনবিএ লীগ পাসসহ কিছু এক্সক্লুসিভ এক্সআর অ্যাপ ও কনটেন্ট।

সূত্র : roadtovr.com

ডিআর/এমএন

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রযুক্তি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর