-68f9fc5061ebb.png)
ছবি : বাংলাদেশের খবর গ্রাফিক্স
ওপেনএআই প্রযুক্তি দুনিয়ায় উন্মোচন করেছে এক নতুন চমক এআই নেটিভ ব্রাউজার 'চ্যাট জিপিটি অ্যাটলাস'। প্রকাশের পর থেকেই এই ব্রাউজারকে ঘিরে শুরু হয়েছে বিশাল আলোচনা আর দ্বন্দ্ব, কারণ এটি সরাসরি গুগল ক্রোমকে বিশাল চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। অ্যাটলাস নিয়ে প্রযুক্তি বিশেষজ্ঞদের আগ্রহ এখন তুঙ্গে। অনেকে বলছেন, এই ব্রাউজার বদলে দিতে পারে আমাদের অনলাইন জীবনযাত্রা।
অ্যাটলাসের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এই ব্রাউজার পুরোপুরি এআই নেটিভ, যা ক্রোমিয়ামের ওপর তৈরি। অর্থাৎ ক্রোমের পরিচিত ইউজার ইন্টারফেস, ফেভারিট বুকমার্ক, এক্সটেনশন সবই পাওয়া যাবে এতে। কিন্তু পার্থক্য এখানেই, অ্যাটলাসের প্রতি ট্যাবে আছে ইন্টিগ্রেটেড চ্যাট জিপিটি সাইডবার। এর মানে আপনি চাইলে যে-কোনো ওয়েবপেজে থেকে সরাসরি প্রশ্ন করে কন্টেন্টের সারাংশ, বিশ্লেষণ, প্রতিবেদন ও তুলনা-মুহূর্তেই পেয়ে যাবেন। এটাই অ্যাটলাসের গেম চেঞ্জিং ফিচার।
আরেকটি মাইন্ড-ব্লোইং ফিচার হলো এজেন্ট মোড। এই ফিচার শুধু পেইড ইউজারদের জন্য। এতে স্বয়ংক্রিয়ভাবে ব্রাউজার নিজেই রিসার্চ, ওয়েবসাইট, রিপোর্ট তৈরি, ফর্ম পূরণ, কিংবা ই-কমার্স সাইট থেকে শপিং সব কাজ নিজে থেকেই করে দিতে পারে।
ইন্টারেকটিভ রাইটিং ও এডিটিং প্রযুক্তি অ্যাটলাসের বড় প্লাস পয়েন্ট। আপনি ব্রাউজারেই কন্টেন্ট লিখবেন আর চ্যাট জিপিটি সেখানেই এডিট ও সাজেশন দেবে। যে-কোনো লেখা মুহূর্তে আপডেট, সংক্ষেপ বা প্রাসঙ্গিক করে দিতে পারে এই ব্রাউজার। শুধু তাই নয়, পুরনো ব্রাউজিং হিস্টোরি কিংবা গত সপ্তাহে দেখা বিজ্ঞপ্তিও ব্রাউজার মনে রাখে। ইউজার চাইলে হিস্টোরি অফ করতে পারবেন, তাই প্রাইভেসি নিয়ন্ত্রণ থাকছে ব্যবহারকারীর হাতেই।
নিরাপত্তা ও গোপনীয়তার বিষয়ও গুরুত্ব বেড়েছে। সাইডবার ও এজেন্ট মোডে ইউজার ইনফরমেশন, ব্রাউজিং ডাটা এআই এর কাছে যেন যেতে না পারে তাই প্রাইভেসি সেটিংসে অ্যাডভান্সড কন্ট্রোল ও প্যারেন্টাল গাইডলাইন যোগ করা হয়েছে। তবে এই মুহূর্তে অ্যাটলাস শুধু ম্যাকে চলছে। উইন্ডোজ এবং এন্ড্রোয়েড ইউজাররা এখনো অপেক্ষা।
বিশ্লেষকরা বলছেন, টেক দুনিয়ায় চ্যাট জিপিটি অ্যাটলাস ব্রাউজার এক নতুন যুগের সূচনা করতে চলেছে। যেখানে এআই-নেটিভ ব্রাউজিং, স্মার্ট রাইটিং, রিসার্চ, এবং স্বয়ংক্রিয় এজেন্ট প্রযুক্তি একত্রিত হয়ে আমাদের ওয়েব সার্ফিং অভিজ্ঞতাকে বহুগুণে এগিয়ে নিয়ে যাবে। সবচেয়ে বড় কথা গুগল ক্রোমের মতো সেরা ব্রাউজারকেও এখন নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। টেক বিশ্বে এই নিয়ে চলছে কৌতূহল, সন্দেহ আর রোমাঞ্চের ঢেউ। অ্যাটলাস কি পারবে ব্রাউজিংয়ের এই সিংহাসন যুদ্ধে জয়ী হতে? সময়ই হয়ত সেই উত্তর দেবে।