টেকশো উইথ নেসার বাংলাদেশের খবরের নতুন টেকভিত্তিক পডকাস্ট। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এর প্রথম পর্বে ‘অফিসে এআই : কাজের গতি বাড়ানোর স্মার্ট উপায়’ বিষয়ে আলোচনা হয়েছে।
কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা অফিসে কাজ করার ধরন পরিবর্তন করছে এবং কর্মক্ষেত্রে সৃজনশীলতা ও দক্ষতা বাড়াতে সাহায্য করছে, ভিডিওটিতে তা তুলে ধরা হয়েছে।
উপস্থাপক মোহাম্মাদ নেসার ও প্রফেসর শাহিনুর বিভিন্ন এআই টুলের ব্যবহার, অফিস অটোমেশন এবং রুটিনকাজ দ্রুত সম্পন্ন করার উপায় নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করেন। চলমান প্রযুক্তি বিপ্লবে কীভাবে প্রতিষ্ঠান ও কর্মীরা এআইকে কাজে লাগিয়ে কর্মদক্ষতা বাড়াতে পারেন- এই অনুষ্ঠানে তা নিয়ে আলোচনা করা হয়েছে।
এমএন/এইচআর/এএইচকে


 
			 
							