 
					ছবি : সংগৃহীত
বিশ্ব প্রযুক্তি অঙ্গনে বড় রকমের আলোড়ন সৃষ্টি করেছে মেটা। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের পুরনো কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ইউনিট, ফেয়ার (FAIR - Fundamental AI Research) এ বড় ধরনের ছাঁটাই ও পুনর্গঠন শুরু করেছে। জানা গেছে, প্রায় ৬'শ কর্মীকে বিদায় জানাতে হচ্ছে ফেয়ার টিম।
অন্যদিকে মেটার নতুন গবেষণা শাখা সুপারইন্টেলিজেন্স টিম, অর্থাৎ টিবিডি ল্যাবে ব্যাপক নিয়োগ ও বিনিয়োগ চলছে। এই ল্যাবের নেতৃত্বে আছেন অ্যালেক্সান্ডার ওয়াং যিনি আগেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিল্পে পরিচিত মুখ।
গত জুনে মেটা প্রায় ১৪.৩ বিলিয়ন ডলার স্কেল এআইয়ে বিনিয়োগ করে এবং অ্যালেক্সান্ডার ওয়াং কে সিইও হিসেবে নিয়োগ দেয়ার পর তারা এআই পণ্যের দিকে আর মনোযোগ বৃদ্ধি করে। কয়েক মাসের মধ্যেই তারা ফেয়ারে (FAIR) নিয়োগ বন্ধ করে টিম পুনর্গঠনের সিদ্ধান্ত নেয়, যেখানে এআইভিত্তিক নতুন পণ্য ও অবকাঠামো বেশ গুরুত্ব পাচ্ছে।
ফেয়ার টিমের নেতৃত্বে থাকা জোয়েল পাইনে পদত্যাগের পর সেই ইউনিট গুরুত্ব হারায়। এখন তাদের অনেক গবেষণা ও উদ্ভাবনী কাজ নতুন টিবিডি ল্যাবে স্থানান্তরিত হচ্ছে। পুনর্গঠন চলাকালে ছাঁটাই শুধু ফেয়ার টিমেই নয়, বরং অন্য এআইভিত্তিক পণ্য ও অবকাঠামো দলেও হতে পারে। তবে যাদের চাকরি যাচ্ছে তারা চাইলে মেটার অন্য টিমে আবেদন করতে পারবেন।
বিশেষজ্ঞরা মনে করছেন এই সিদ্ধান্তের ফলে মেটার এআইভিত্তিক সুপারইন্টেলিজেন্স গবেষণা ও উন্নয়নে বড় ধরনের অগ্রগতি আসবে, যা সামনের দিনে বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে।
সূত্র : theverge.com
এমএন/


 
			 
							